টাইমস বাংলা ডেস্ক – শনিবার রাতে ২০২২ রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজের দ্বিতীয় সংস্করণের ফাইনাল ম্যাচে ভারত লিজেন্ডস বনাম শ্রীলঙ্কা কিংবদন্তিদের ম্যাচে ৩৩ রানে পরাজিত করেছে। ওপেনার নমন ওঝা ভারতের জয়ে মুখ্য ভূমিকা পালন করেছিলেন, যিনি ৭১ বলে ১৫টি চার এবং ২টি ছক্কার সাহায্যে ১০৮ রানের অপরাজিত ইনিংস খেলেছিলেন। ম্যাচ চলাকালীন একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় খুব ভাইরাল হয়েছে, যেখানে নমন ওঝার সেঞ্চুরিতে সচিন তেন্ডুলকরের দুরন্ত এক প্রতিক্রিয়া ধরা পড়েছে।
ভাইরাল ভিডিয়োতে দেখা গিয়েছে, ১৯তম ওভারের প্রথম বলে লং অন ও মিড উইকেটের মধ্যে ছক্কা মেরে সেঞ্চুরি পূর্ণ করেন নমন। টুর্নামেন্টে তাঁর প্রথম শতরানের পর ভারতীয় ড্রেসিং রুমের দিকে ঝুঁকে সেঞ্চুরি উদযাপন করেন এই ওপেনার। ড্রেসিংরুমে সচিন তেন্ডুলকর সহ প্রতিটি খেলোয়াড় উঠে দাঁড়িয়ে নমন ওঝার এই সেঞ্চুরিকে অভিবাদন জানান। একই সঙ্গে সচিন তেন্ডুলকরও উচ্ছ্বসিত হয়ে তাঁকে শেষ পর্যন্ত খেলার পরামর্শ দেন। তাঁর সেই উচ্ছ্বাসের প্রতিক্রিয়াই এখন ভাইরাল।
#NamanOjha completes his century with a fabulous six😍
Keep watching #RoadSafetyWorldSeries, live now only on #ColorsCineplex, @justvoot, @CCSuperhits and @Sports18.#IndiaLegends #SriLankaLegends #RSWS2022 pic.twitter.com/RQCEdCRsMO
— Colors Cineplex (@Colors_Cineplex) October 1, 2022
টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন ইন্ডিয়া লেজেন্ডস অধিনায়ক সচিন তেন্ডুলকর। টুর্নামেন্টে নজরে ছিল মাস্টার ব্লাস্টারের ব্যাটিং। বেশ কিছু ইনিংসে দর্শকদের চোখের আনন্দ দিয়েছিলেন। ফাইনালে তেমন ইনিংসেরই অপেক্ষায় ছিলেন ক্রিকেট অনুরাগীরা। এই ম্যাচে আশাহত করলেন ব্যাটসম্যান সচিন।
প্রথম ওভারে শেষ বলে স্ট্রাইক পেয়েছিলেন সচিন। প্রথম বলেই আউট হয়ে ফিরলেন। সচিনের গোল্ডেন ডাক হতাশ করলেও, দল চ্যাম্পিয়ন হল। সচিনের আউটের কিছুক্ষণের মধ্যেই ফেরেন সুরেশ রায়নাও। গত ম্যাচের মতো এক দিক আগলে রাখলেন নমন ওঝা। বিনয় কুমারের (২১ বলে ৩৬) সঙ্গে অনবদ্য জুটি গড়লেন। ফাইনালটা যেন তাঁরই ছিল। নমন ওঝার মাত্র ৭১ বলে অপরাজিত ১০৮ রানের ইনিংসের সৌজন্যেই নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৯৫ রানের বড় স্কোর করে ইন্ডিয়া লেজেন্ডসরা।
শ্রীলঙ্কা লেজেন্ডসদের বোলিং বিভাগে নজর কাড়লেন নুয়ান কুলসেখারা। ৩ ওভারে ২৯ রান দিয়ে ৩ উইকেট নেন। বোর্ডে ১৯৬ রানের বিশাল লক্ষ্য। যদিও শ্রীলঙ্কাকে শুরু থেকেই ধাক্কা দিলেন ভারতীয় বোলাররা। মিডল অর্ডারে কিছুটা প্রতিরোধ গড়েন ইশান জয়রত্নে। ২২ বলে ৫১ রানের বিধ্বংসী ইনিংস খেলেন তিনি। এ ছাড়া জীবন মেন্ডিস, মাহেলা উদাত্তে যথাক্রমে ২০ এবং ২৬ রান করেন। যদিও লক্ষ্যে পৌঁছতে ব্যর্থ শ্রীলঙ্কা। ভারতীয় বোলিং সেই সুযোগ দেয়নি। ১৮.৫ ওভারে ১৬২ রানেই অলআউট হয়ে যায় লঙ্কা ব্রিগেড। বিনয় কুমার ৩৮ রান দিয়ে ৩ উইকেট নেন। ২টি উইকেট নেন অভিমন্যু মিঠুন। ৩৩ রানে জেতে ভারতের কিংবদন্তিরা।