টাইমস বাংলা ডেস্ক -জাতির জনক মহাত্মা গান্ধীর জন্মদিবসে শ্রদ্ধার্ঘ্য জানালেন ভারতের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী থেকে শুরু করে রাষ্ট্রসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। একই দিনে ভারতের দ্বিতীয় প্রধানমন্ত্রী লালবাহাদুর শাস্ত্রীরও জন্মদিবস। দুই উপলক্ষ্য মিলিয়েই শ্রদ্ধা জানিয়েছেন ভারতের নেতারা।
রবিবার সকালেই দিল্লির রাজঘাটে গিয়ে শ্রদ্ধা জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। জনজাতি সম্প্রদায়ের কোনও প্রতিনিধি এই প্রথমবার দেশের সর্বোচ্চ আসনে বসেছেন। রাষ্ট্রপতি হওয়ার পরে এই প্রথম গান্ধী জয়ন্তীতে রাজঘাটে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করলেন দ্রৌপদী।
বরাবরের প্রথা মেনে ২রা অক্টোবর রাজঘাটে গিয়ে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও। তারপরেই লালবাহাদুর শাস্ত্রীর স্মৃতির উদ্দেশ্যেও শ্রদ্ধা জানান তিনি। টুইটারেও গান্ধীজী ও শাস্ত্রীর প্রতি শ্রদ্ধা জানিয়ে বার্তা দিয়েছেন। দিল্লির প্রধানমন্ত্রী সংগ্রহালয়ে শাস্ত্রীর জীবনের কিছু ছবিও পোস্ট করেছেন প্রধান মন্ত্রী।
#WATCH | Delhi: PM Narendra Modi pays tribute to Mahatma Gandhi at Rajghat on #GandhiJayanti
(Source: DD) pic.twitter.com/HUZyZKzjJM
— ANI (@ANI) October 2, 2022
বিশেষ দিনে রাজঘাটে গিয়ে গান্ধীজীকে শ্রদ্ধা অর্পণ করেছেন উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড়ও। অন্যদিকের কংগ্রেসের অন্তর্বর্তীকালীন সভানেত্রী সোনিয়া গান্ধীও রাজঘাটে গিয়ে শ্রদ্ধাঞ্জলি দিয়েছেন। তাৎপর্যপূর্ণভাবে তাঁর সঙ্গী ছিলেন কংগ্রেসের সভাপতি পদপ্রার্থী মল্লিকার্জুন খাড়গে। তবে ভারত জোড়ো যাত্রায় ব্যস্ত থাকার কারণে এদিন রাহুল গান্ধীকে রাজঘাটে দেখা যায়নি।
Delhi | Congress interim president Sonia Gandhi and Senior Congress leader Mallikarjun Kharge pay tribute to Mahatma Gandhi at Rajghat on #GandhiJayanti pic.twitter.com/EBkoWbWpHZ
— ANI (@ANI) October 2, 2022
গান্ধী জয়ন্তীকে আন্তর্জাতিক অহিংসা দিবস হিসাবে উল্লেখ করে টুইট করেছেন রাষ্ট্র সংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। তিনি লিখেছেন, “মহাত্মা গান্ধীর জন্মদিবসে তাঁর শান্তির নীতিকে স্মরণ করি। বর্তমান দিনে যেসমস্ত সমস্যার মধ্যে আমাদের পড়তে হচ্ছে, গান্ধীর নীতি অনুসরণ করলে আমরা সেগুলির সমাধান করতে পারব। দেশ ও সংস্কৃতির সীমা পেরিয়ে একটা সুন্দর ভবিষ্যৎ গড়ে তুলতে পারব।”
On the International Day of Non-Violence, we celebrate Mahatma Gandhi’s birthday & values of peace, respect & the essential dignity shared by everyone.
We can defeat today's challenges by embracing these values & working across cultures & borders to build a better future. pic.twitter.com/EHJc2q4UZz
— António Guterres (@antonioguterres) October 2, 2022