টাইমস বাংলা ডেস্ক – অসুস্থ রাজ্যপাল লা গণেশন। তাঁকে চেন্নাইয়ের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি মণিপুরের রাজ্য়পালের দায়িত্বেও রয়েছে। পাশাপাশি পশ্চিমবঙ্গের রাজ্য়পাল হিসাবেও তিনি দায়িত্ব পালন করছেন।সূত্রের খবর শনিবারই তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জগদীপ ধনখড়ের পরে পশ্চিমবঙ্গের রাজ্যপালের দায়িত্ব পেয়েছেন লা গণেশন। সূত্রের খবর, চেন্নাইতে গিয়ে শারীরিক অস্বস্তি বোধ করেন তিনি। এরপরই তাঁকে সেখানকার একটি কর্পোরেট হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে সূত্রের খবর তিনি চিকিৎসায় সাড়া দিচ্ছেন।
এক বিজেপি নেতা জানিয়েছেন, ব্যক্তিগত সফরে তিনি চেন্নাইতে এসেছিলেন। সম্ভবত তাঁর হার্টে কোনও সমস্যা রয়েছে। তবে বর্তমানে তাঁরা শারীরিক পরিস্থিতি স্থিতিশীল। এদিকে তামিলনাড়ু বিজেপির পক্ষ থেকে তাঁর দ্রুত আরোগ্য কামনা করা হয়েছে।
উপরাষ্ট্রপতি পদে এনডিএর প্রার্থী হয়েছিলেন জগদীপ ধনখড়। এরপরই বাংলার রাজ্যপালের দায়িত্ব নেন লা গণেশন। ১৯৪৫ সালের ১৬ ফেব্রুয়ারি তিনি তামিলনাড়ুতে জন্মেছিলেন। তিনি তামিলনাড়ু বিজেপির শীর্ষনেতা ছিলেন। বিগতদিনে তিনি আরএসএসের সঙ্গেও যুক্ত ছিলেন। তারপর ধাপে ধাপে তাঁর রাজনৈতিক জীবনের উত্থান হয়। পরবর্তী সময় তিনি মণিপুরের রাজ্য়পালের দায়িত্বে আসেন।