টাইমস বাংলা ডেস্ক – আজ রবিবার, মহাসপ্তমী থেকে আগামী ৭ অক্টোবর পর্যন্ত পশ্চিমবঙ্গ সরকারের যাবতীয় প্রশাসনিক কর্মকাণ্ড কার্যত বন্ধ থাকবে। কারণ, ৭ অক্টোবর পর্যন্ত সরকারি ‘ই–অফিস সার্ভার’ কোনও কাজ করবে না। অর্থাৎ অচল থাকবে। সুতরাং উৎসবের মরশুমে নবান্নে কাজ হবে না। এখন রাজ্যজুড়ে দুর্গাপুজো পালিত হচ্ছে। ছুটির আবহ চলছে। সেখানে অনলাইন কাজই বিকল্প পথ। যা বন্ধ থাকছে।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পর থেকেই প্রশাসনিক সংস্কারের সিদ্ধান্ত নিয়েছিলেন। তাই খাতায়–কলমে সরকারি ফাইলের লাল ফিতের ফাঁসে আটক পর্বের ইতি শুরু হয়। এমনকী বহুদিন ধরেই রাজ্য সরকারি দফতরের সমস্ত প্রশাসনিক ফাইল ‘ই–ফাইল’ মারফত মন্ত্রী–আমলার চূড়ান্ত সিলমোহরের জন্য তৈরি হয়। তাই ‘ই–অফিস’ ব্যবস্থাপনার অধীনে গোটা বিষয়টি পরিচালিত হয়। কিন্তু দুর্গাপুজোর ছুটিতে ২ থেকে ৭ অক্টোবর পর্যন্ত এই ‘ই–অফিস’ বন্ধ থাকবে। সার্ভারের বিশেষ মেরামতির জন্য এই সিদ্ধান্ত নিয়েছে নবান্ন।
নবান্ন সূত্রে খবর, গত ২৯ সেপ্টেম্বর অর্থ দফতরের পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তি [৪১৪৮–এফ(ওয়াই)] জারি করা হয়েছে। সেই বিজ্ঞপ্তি থেকে জানা যাচ্ছে, দুর্গাপুজোর এই ৬ দিন অনলাইনের মাধ্যমে যে সমস্ত সরকারি পরিষেবা রয়েছে, তা ব্যাহত হবে। কারণ, ই–অফিস বন্ধ থাকলে কোনও সরকারি আদেশনামা অনলাইনে জারি করা যাবে না। এমনকী অর্থ দফতর কোনও আর্থিক তহবিল অনুমোদন করতে পারবে না।
নামপ্রকাশে অনিচ্ছুক এক নবান্নের অফিসার বলেন, ‘ধরা যাক, কোনও ব্যক্তি স্বাস্থ্যসাথী কিংবা অন্যান্য সরকারি প্রকল্পের জন্য টাকা চেয়ে আবেদন করেছেন। গোটা ব্যবস্থাটাই অনলাইনে হয়ে যাওয়ায়, তা অনুমোদনের জন্য পাঠানো যাবে না। তাই সেই খাতে টাকাও ছাড়তে পারবে না নবান্ন। তবে আপদকালীন কোনও পরিস্থিতি তৈরি হলে, আবার পুরনো পদ্ধতিতে খাতায়–কলমে আদেশনামা জারি করতে হবে। আগামী ১১ অক্টোবর পর্যন্ত সরকারি অফিস বন্ধ থাকবে। তাই সার্বিকভাবে হাতে কলমে সরকারি বিজ্ঞপ্তি জারি করার কাজ এই ১১ দিন বন্ধ থাকছে।’