টাইমস বাংলা ডেস্ক – পুজোর আয়োজনে অনুদান দিয়েছে তৃণমূল পরিচালিত রাজ্য সরকার। তাই দুর্গাপ্রতিমার হাতে দলের পতাকা গুঁজে দিলেন দলের পঞ্চায়েত সদস্য। ঘটনা হুগলির গুড়াপের হাসামপুর এলাকার। এই ঘটনায় বিভিন্ন মহলে সমালোচনার ঝড় উঠেছে। ধর্মীয় অনুষ্ঠানের নগ্ন রাজনীতিকরণের প্রতিবাদে মুখ খুলেছেন দুর্গার ভক্তরা।
গুড়াপের হাসামপুরে ছোট করে দুর্গাপুজোর আয়োজন করে থাকেন অধিবাসীরা। আয়োজন ছোট হলেও আনন্দ অফুরান। অভিযোগ, সেই পুজোই বছর কয়েক ধরে দখল করেছেন স্থানীয় তৃণমূলি পঞ্চায়েত সদস্য লক্ষ্মণ মণ্ডল। তাঁর দাবি, দুর্গাপুজোর জন্য রাজ্য সরকারের অনুদান জোগাড় করেছেন তিনি। তাই শেষ কথা বলবেন তিনি। আর শাসকদলের নেতার প্রতাপে মুখ খুলতে চাননি কেউ। সেই সুযোগে বছর বছর প্রতাপ বেড়েছে লক্ষ্মণের। আর এবার মণ্ডপে দুর্গা প্রতিমা এনে তার হাতে একেবারে দলের পতাকা গুঁজে দিয়েছেন লক্ষ্মণবাবু।
মহাশয়ের যুক্তি, ‘মমতা বন্দ্যোপাধ্যায় অশুভ শক্তির বিনাশ করেছিলেন। গত বিধানসভা রাজ্যে বিজেপিকে বধ করেছেন তিনি। সেই জয়কে তুলে ধরতেই প্রতিমার হাতে দলের পতাকা দিয়েছি।’ তাঁর দাবি, ‘মমতা বন্দ্যোপাধ্যায় পুজো কমিটিগুলিকে ৬০ হাজার টাকা করে দিয়েছেন বলে ভালো করে পুজো করতে পারছি।’
যদিও তৃণমূল নেতার এহেন কাণ্ডে দল ও দলের বাইরে চরম সমালোচনা শুরু হয়েছে। তৃণমূলেরই একাংশ বলছে, মণ্ডপের মধ্যে মুখ্যমন্ত্রীর শুভেচ্ছাবার্তা পর্যন্ত ঠিক ছিল। কিন্তু প্রতিমার হাতে দলের পতাকা দেওয়া ঠিক হয়নি। এতে অনেকের ভাবাবেগ আহত হতে পারে। বিজেপির তরফে জানানো হয়েছে, রাজ্যে সর্বত্র রাজনীতির অনুপ্রবেশ ঘটিয়েছে তৃণমূল। এবার মা দুর্গাও বাদ গেলেন না। মানুষ সব দেখছে। শেষের সময় আসন্ন।