টাইমস বাংলা ডেস্ক – বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী দুর্গাপুজোর উদ্বোধন অনুষ্ঠানের শুরুতেই তৈরি হল বিতর্ক। উত্তরবঙ্গের একাধিক জেলায় মিঠুন চক্রবর্তীর দুর্গাপুজো সংক্রান্ত কর্মসূচি রয়েছে। সেই কর্মসূচিতে যোগ দেওয়ার জন্য তার সার্কিট হাউসে থাকার কথা ছিল। কিন্তু, সার্কিট হাউসে থাকার অনুমতি পেলেন না মিঠুন। এমনকি অন্য কোনও হোটেল কর্তৃপক্ষও থাকার জন্য ঘর দিল না। শেষ পর্যন্ত মালদার গোল্ডেন হাউস হোটেলে তার থাকার ব্যবস্থা করেছে বিজেপি। এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। বিজেপি একে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলেই অভিযোগ করেছে।
উল্লেখ্য, পুজোর আগেই মিঠুন চক্রবর্তী সকলকে আগাম শুভেচ্ছা দিয়েছেন। তিনি বলেছেন, ‘সকলে ভালো থাকুন এবং আনন্দে থাকুন। উত্তরবঙ্গের একাধিক জেলায় তার কর্মসূচি রয়েছে। দক্ষিণ দিনাজপুরে সাংগঠনিক কাজের পাশাপাশি পুজো মণ্ডপের উদ্বোধন করবেন মিঠুন চক্রবর্তী। সেই উদ্দেশ্যে মিঠুনের উত্তরবঙ্গ সফরে যাওয়ার কথা। তার থাকার কথা ছিল সার্কিট হাউসে। তবে প্রশাসনের তরফে তার অনুমতি দেওয়া হয়নি। এমনকি জেলার কোনও হোটেল থেকেও মিঠুন চক্রবর্তীকে ঘর দিতে চাইনি বলে জানা গিয়েছে।
এই পরিস্থিতিতে হতাশ পুজো কমিটিগুলি। যদিও তারা আশা হারাচ্ছেন না। তারা স্পষ্ট জানিয়ে দিয়েছে যে-কোনওভাবে মিঠুন চক্রবর্তীকে দিয়েই তারা পুজো উদ্বোধন করাবেন। এমনটাই জানিয়েছে বালুরঘাটের একটি পুজো কমিটি। যদিও বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার জানিয়েছেন, মিঠুন চক্রবর্তীর জন্য থাকার প্রয়োজনীয় ব্যবস্থা করা হচ্ছে। তিনি বালুরঘাটের পুজোর উদ্বোধন করবেন। হোটেল না পাওয়া নিয়ে রাজনীতি দেখছেন সুকান্ত। তিনি বলেন, ‘এটা খুবই দুর্ভাগ্যজনক। শুধুমাত্র রাজনৈতিক কারণেই এরকম করা হয়েছে। এটা কিছুতেই মেনে নেওয়া যায় না।’