টাইমস বাংলা ডেস্ক – প্রাথমিক টেট দুর্নীতি মামলায় প্রায় ৫৯,০০০ শিক্ষকের মেধাতালিকা প্রকাশ করতে হবে। এমনই নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। বৃহস্পতিবার বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নির্দেশ দিয়েছেন, আগামী ৩০ নভেম্বরের মধ্যে নম্বর বিভাজন-সহ প্রাথমিক শিক্ষা পর্ষদকে ৫৯,০০০ শিক্ষকের যাবতীয় তথ্য প্রকাশ করতে হবে। যাঁরা ২০১৪ সালের প্রাথমিক টেটের মাধ্যমে চাকরি পেয়েছেন। ২০১৪ সালের প্রাথমিক টেট নিয়ে ভুরিভুরি দুর্নীতির অভিযোগ উঠেছে। অভিযোগ, দু’দফায় যে নিয়োগ প্রক্রিয়া হয়েছিল, তাতে প্রচুর অযোগ্য প্রার্থী চাকরি পেয়েছেন। মেধাতালিকায় অনেকটা পিছনে থাকা সত্ত্বেও তাঁরা বহাল তবিয়তে প্রাথমিক স্কুলে চাকরি করছেন। অথচ তাঁদের থেকে ঢের বেশি নম্বর পাওয়া সত্ত্বেও প্রচুর যোগ্য প্রার্থী বঞ্চিত হয়েছেন। সেই মামলার শুনানিতে শুক্রবার বিচারপতি গঙ্গোপাধ্যায় নির্দেশ দিয়েছেন, ২০১৪ সালের প্রাথমিক টেটের মাধ্যমে স্কুলে চাকরি পেয়েছেন, তাঁদের সকলের মেধাতালিকা প্রকাশ করতে হবে। তাতে নম্বর বিভাজন, কোন বিষয়ে কত নম্বর পেয়েছেন, শিক্ষাগত যোগ্যতা, লিখিত পরীক্ষায় প্রাপ্ত নম্বর, ইন্টারভিউয়ে প্রাপ্ত নম্বর-সহ যাবতীয় তথ্য থাকতে হবে বলে নির্দেশ দিয়েছেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। সেই মেধাতালিকা প্রকাশের জন্য প্রাথমিক শিক্ষা পর্ষদকে সময়ও বেঁধে দিয়েছেন। বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশ, ৩০ নভেম্বরের মধ্যে পর্ষদকে সেই তালিকা প্রকাশ করতে হবে। অর্থাৎ পর্ষদের হাতে দু’মাস সাতদিন মতো সময় আছে।