টাইমস বাংলা ডেস্ক – তিনদিনের সফরে কলকাতায় এলেন অভিনেতা তথা বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী। আজ, শুক্রবার এয়ারপোর্ট থেকে সোজা চলে যান হোটেলে। সেখানে রাতে পর আগামীকাল রাজ্যের বিভিন্ন জায়গায় রাজনৈতিক কর্মসূচি পালন করবেন মহাগুরু। জেলাস্তরে দলীয় কর্মীদের সঙ্গে বৈঠক রয়েছে তাঁর বলে সূত্রের খবর। দুর্গাপুজোর মধ্যে দলীয় কর্মসূচি কী হবে, তা নিয়েও নেতৃবৃন্দের সঙ্গে বিস্তারিত আলোচনা করবেন মিঠুন চক্রবর্তী। এবার অমিত শাহ কলকাতায় আসছেন দুর্গাপুজো উদ্বোধন করতে। দলের দুর্গাপুজো হবে ইজেডসিসি অডিটোরিয়ামে। সেখানে আসার কথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর। এছাড়া সন্তোষ মিত্র স্কোয়ারে যাওয়ার কথা দুর্গাপুজো উদ্বোধনে। এই প্রসঙ্গে জানতে চাওয়া হলে মিঠুন বলেন, ‘উনি দুর্গাপুজোর উদ্বোধন করতেই পারেন। তবে রাজনীতি নিয়ে কোনও কথা আমি বলব না। দুর্গাপুজোর সময় আমি কলকাতায় থাকব না। বরং বলব দুর্গাপুজোর অনেক শুভেচ্ছা। সবার দুর্গাপুজো ভাল কাটুক।’ সূত্রের খবর, জেলার নেতাদের সঙ্গে বৈঠক করবেন তিনি। তারপর তা নিয়ে একটি রিপোর্ট পেশ করবেন। কারণ বছর ঘুরলেই পঞ্চায়েত নির্বাচন। সেখানে তাঁর ভূমিকা কেমন হবে সেটাও আলোচনা করে বুঝে নিতে চান ফাটাকেষ্ট।