টাইমস বাংলা ডেস্ক – ভারতীয় ক্রিকেটে একটি যুগের সমাপ্তি হতে চলেছে শনিবার। আবেগে ভাসছে ভারতীয় ক্রিকেট। আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারের শেষ ম্যাচ ঝুলন গোস্বামী খেলতে চলেছেন লর্ডসে। তাঁকে নিয়ে স্বাভাবিক ভাবেই আবেগপ্রবণ বাংলা তথা ভারতীয় ক্রিকেট মহল। মাস কয়েক আগে ক্রিকেট থেকে অবসর নিয়েছেন মিতালি রাজ ৷ এ বার তাঁরই সতীর্থ ঝুলন গোস্বামীও অবসরের পথে ৷ নদিয়ার চাকদা থেকে শুরু হওয়া ঝুলনের লড়াই আন্তর্জাতিক স্তরে ভারতকে অনেক সাফল্য এনে দিয়েছে ৷ তাঁর ঝুলিতেও রয়েছে ৩৫২টি উইকেট ৷ মহিলা ক্রিকেটে বিশ্বের এক নম্বর ক্রিকেটারও হয়েছেন তিনি ৷ ডায়না এডুলজির পর দ্বিতীয় ক্রিকেটার হিসেবে পদ্ম সম্মানে ভূষিত হয়েছেন ৷ কালক্রমে তিনি হয়ে উঠেছেন চাকদা এক্সপ্রেস ৷ এ ছাড়া ঝুলন ২০৩টি ওয়ানডে-তে ২৫৩টি উইকেট নিয়েছেন – যা বিশ্ব রেকর্ড। চলতি ওয়ানডে সিরিজেও তিনি খুবই কম রান দিয়েছেন। যদিও ঝুলনের অবসর নিয়ে বিসিসিআই-এর তরফে এখনও কোনও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি। তবে শেষ ম্যাচের আগে তাঁকে বিশেষ সম্মান জানানো হয়ে সম্প্রচারকারী সংস্থার তরফে। ভারতীয় দলের অধিনায়ক হরমনপ্রীত কাউর বলেছেন, ‘আমরা ওকে মিস করব। ও যে ভাবে গোটা কেরিয়ারে বল করেছে এবং যে সাফল্য ভারতকে দিয়েছে, সেটা অসাধারণ। দল ওর থেকে অনেক কিছু শিখেছে। আমরা সত্যিই খুশি যে, ওর সঙ্গে খেলার সুযোগ পেয়েছি। লর্ডসের ম্যাচ (তৃতীয় ওডিআই) আমাদের কাছে খুব স্পেশ্যাল হতে চলেছে। কারণ সেই ম্যাচে ঝুলন অবসর নেবে। যে কোনও ক্রিকেটারের কাছে লর্ডসে খেলাটা বড় বিষয়। আর ও ওর শেষ ম্যাচ লর্ডসে খেলতে চলেছে।’