টাইমস বাংলা ডেস্ক – গত বছর বুর্জখলিফা করে ‘ল্যাজেগোবরে’ অবস্থা হয়ছিলেন শ্রীভূমি স্পোটিং ক্লাবের। ভিড়ের চাপে শেষ পর্যন্ত বন্ধ করে দিতে হয়েছিল মণ্ডপে দর্শনার্থীদের প্রবেশ। ব্যাহত হয়েছিল যানচলাচল। যানজটের জেরে অনেকে প্লেন, ট্রেন ধরতে পারেননি। এ বার যেন সেই ঘটনার পুনরাবৃত্তি না হয় তা নিয়ে দমকলমন্ত্রী সুজিত বসুকে সতর্ক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যান চলাচলে অসুবিধা হলে তিনি কড়া ব্যবস্থা নেবেন বলে মঞ্চ থেকে ইঙ্গিত দেন মমতা।
বৃহস্পতিবার প্রদীপ জ্বালিয়ে শ্রীভূমির পুজো উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। উদ্বোধনের পর তিনি বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী সুজিত বসুকে ‘বাবু’ সম্বোধন করে বলেন, ‘‘সুজিতবাবুকে একটা অনুরোধ করছি, রাস্তা যেন বন্ধ না হয়। লোক প্লেন ধরতে পারল না, ট্রেন ধরতে পারল না তেমনটা যেন না হয়।’ হলে কড়া ব্যবস্থা নেওয়ার ইঙ্গিত দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ‘আমি গৌরব শর্মাকে (বিধাননগরের কমিশনার) বলছি।
নতুন এসেছে। তুমি কিন্তু খেয়াল রাখবে। যদি রাস্তা বন্ধ হয় তবে আমায় ফোন করবে। আমি তখন বিশ্ববাংলা থেকে ঘচাং ফু করে দেব।’ অর্থাৎ শারদ সম্মানের তালিকা থেকে তখন বাদ দেওয়া হবে শ্রীভূমিকে। তিনি দমকলমন্ত্রীকে মনে করিয়ে দেন, ‘তুমি যখন একজন মন্ত্রী তোমাকে সাধারণ মানুষের হয়ে উঠতে হবে।’