টাইমস বাংলা ডেস্ক – পুরসভা নির্বাচনে অর্পিতা মুখোপাধ্যায়কে কামারহাটি পুরসভার ২২ নম্বর ওয়ার্ড থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী করার সবরকম চেষ্টা করেছিলেন পার্থ চট্টোপাধ্যায়। যদিও শেষমেশ হয়নি। অর্পিতা এতটাই পার্থের ঘনিষ্ঠ হয়ে উঠেছিল যে, তাঁকে পুরসভা নির্বাচনে প্রার্থী করে সমস্ত সন্দেহের অবসান ঘটাতে চেয়েছিলেন তিনি। তখন তৃণমূল কংগ্রেসেরই উত্তর ২৪ পরগনার নেতৃত্বের বাধায় পার্থর পরিকল্পনা বাস্তবায়িত হয়নি। তৃণমূল কংগ্রেসের একটি সূত্রে খবর, শীর্ষ নেতারা পার্থকে প্রশ্ন করেছিলেন, অর্পিতা মুখোপাধ্যায় কে? দলের সঙ্গে কী সম্পর্ক তাঁর? আর গোটা বিষয়টি আটকে যায় বিধায়ক মদন মিত্র এবং গোপাল সাহার আপত্তিতে। তাঁদের বক্তব্য ছিল, যাঁকে কেউ চেনেনই না তাঁকে প্রার্থী করা হবে কেন? পার্থ এত তদ্বির করছেন কেন? তৎকালীন তৃণমূল কংগ্রেসের মহাসচিব হয়েও অর্পিতাকে প্রার্থী করতে পারেননি তিনি। যা এখন চর্চিত হচ্ছে। সূত্রের খবর, নাকতলা উদয়ন সংঘের পুজোয় অর্পিতার সঙ্গে আলাপ হয়নি পার্থ চট্টোপাধ্যায়ের। পরিচয় হয়েছিল আরও আগে। তখন একটি বিপণিতে যেতেন পার্থবাবু। সেখানে অর্পিতা কাউন্টার সেলস গার্লের কাজ করতেন। আর সেখানে দেখেই অর্পিতাকে ভাল লাগে পার্থের। তারপর নাম জিজ্ঞাসা করা থেকে শুরু করে সম্পর্ক এগিয়ে চলে। আদান–প্রদান হয় ফোন নম্বর। তারপরই দুর্গাপুজোয় পার্থ আমন্ত্রণ করে অর্পিতাকে। সেই আমন্ত্রণ রক্ষা করতেই নাকতলা উদয়ন সংঘে এসেছিলেন অর্পিতা। নিউ বারাকপুরের একটি রেস্তোরাঁয় নিয়মিত যেতেন পার্থ–অর্পিতা।