টাইমস বাংলা ডেস্ক – থেমে গেল লড়াই। দীর্ঘ দিন হাসপাতাল লড়াই চালানোর পর বুধবার সকালে প্রয়াত হলেন রাজু শ্রীবাস্তব। কৌতুকশিল্পীর অকাল প্রয়াণে শোকস্তব্ধ বিনোদন জগৎ।
বিপুল গোয়েল
সহকর্মীকে হারিয়ে মন খারাপ কৌতুকাভিনেতা বিপুল গোয়েলের। রাজুর সঙ্গে একটি ছবি দিয়ে টুইটারে তিনি লিখেছেন, ‘সেই সন্ধেটা সারা জীবন মনে রাখব। আমাদের মাতিয়ে রাখার জন্য ধন্যবাদ। আপনি এই প্রজন্মের কৌতুক শিল্পীদের অনুপ্রেরণা জুগিয়েছেন। তার জন্য কৃতজ্ঞ থাকব।’
প্রসূন জোশী
গীতিকার এবং সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন (সিবিএফসি)-র চেয়ারপার্সন প্রসূন জোশীও রাজুর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন। টুইটে তিনি লিখেছেন, ‘রাজুর অকাল প্রয়াণের খবর শুনে খুবই ব্যথিত। উনি আমার ভালো বন্ধু ছিলেন। এমন প্রতিভাবান, দূরদর্শী মানুষ খুব কম দেখা যায়। শিল্পের জগতের অপূরণীয় ক্ষতি।’
বিবেক রঞ্জন অগ্নিহোত্রী
আমার কাছের বা চেনাশোনা এমন কোনও মানুষ নেই যাঁকে রাজু হাসাননি। খুব তাড়াতাড়ি আপনি চলে গেলেন রাজু ভাই। এই লেখার সঙ্গে একটি ভিডিয়োও দিয়েছেন ‘দ্য কাশ্মীর ফাইলস’-এর পরিচালক। তিনি বলেছেন, ‘দুঃখপ্রকাশ করার ভাষা খুঁজে পাচ্ছি না। কারণ ভারতের স্ট্যান্ড আপ কমেডিকে রাজু একাই অন্য উচ্চতায় পৌঁছে দিয়েছেন। উনি সত্যিই একজন কিংবদন্তি ছিলেন। আরও অনেক হাসানো বাকি ছিল ওঁর। স্বর্গে গিয়ে আপনি দেবতাদের হাসাবেন। ওঁর পরিবারের জন্য আমার সমবেদনা রইল।’
রাজু শ্রীবাস্তবের সঙ্গে একটি ছবি পোস্ট করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লেখেন, ‘রাজু শ্রীবাস্তব হাসি, কৌতুক এবং ইতিবাচকতা দিয়ে আমাদের জীবনকে উজ্জ্বল করেছেন। তিনি খুব তাড়াতাড়ি আমাদের ছেড়ে চলে গেলেন। বছরের পর বছর ধরে সমৃদ্ধ কাজের জন্য তিনি অসংখ্য মানুষের হৃদয়ে বেঁচে থাকবেন। তাঁর মৃত্যু দুঃখজনক। তাঁর পরিবার ও ভক্তদের প্রতি সমবেদনা রইল। ওম শান্তি।’
Raju Srivastava brightened our lives with laughter, humour and positivity. He leaves us too soon but he will continue to live in the hearts of countless people thanks to his rich work over the years. His demise is saddening. Condolences to his family and admirers. Om Shanti. pic.twitter.com/U9UjGcfeBK
— Narendra Modi (@narendramodi) September 21, 2022