টাইমস বাংলা ডেস্ক – ভারতের সামনে আসন্ন টি-২০ বিশ্বকাপের আগে নিজেদের গুছিয়ে নেওয়ার শেষ সুযোগ বলা চলে। ঘরের মাঠে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ২টি টি-২০ সিরিজে একজোট হয়ে মাঠে নামার সুযোগ পাচ্ছেন বিশ্বকাপের জন্য নির্বাচিত হওয়া ভারতীয় তারকারা। স্বাভাবিকভাবেই নিজেদের ফাঁক-ফোকরগুলো মেরামত করার সুবর্ণ সুযোগ রেহিত শর্মাদের সামনে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ঘরের মাঠে এই সিরিজে যেমন নিজেদের শক্তি পরীক্ষা করে নিতে পারবে ভারত, ঠিক তেমনই শক্তিশালী অজিদের হারাতে পারলে বিশ্বকাপের আসরে অন্য দলগুলির বাড়তি সমীহ আদায় করে নেবে টিম ইন্ডিয়া। ঋষভ পন্ত নাকি দীনেশ কার্তিক, টি-২০ বিশ্বকাপের ভারতের প্রথম পছন্দের উইকেটকিপার কে হবেন, এই প্রশ্নেক উত্তর খুঁজতে হবে রোহিতদের। স্বাভাবিকভাবেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এই সিরিজেই জবাব খুঁজে পেতে পারে টিম ইন্ডিয়া। চোট সারিয়ে দলে ফেরা ক্রিকেটারদের ছন্দ ফিরে পেতে একটু সময় লাগে। সেদিক থেকে জসপ্রীত বুমরাহ ও হার্ষাল প্যাটেল বিশ্বকাপের আগে এই সিরিজে নিজেদের সড়গড় করে তুলতে পারবেন। স্বাভাবিকভাবেই নজর থাকবে তাঁদের দিকে। তাছাড়া ভারত নিজেদের যথাযথ কম্বিনেশন খুঁজে বার করারও চেষ্টা করবে এই সিরিজেই। বিশেষ করে রবীন্দ্র জাদেজার বদলে প্রথম একাদশে কে যথাযথ হতে পারেন, সেটা খুঁজে বার করাই হবে ভারতীয় টিম ম্যানেজমেন্টের বড় চ্যালেঞ্জ।