টাইমস বাংলা ডেস্ক – ইকোপার্কে প্রাতঃভ্রমণে এসে বিজেপির সর্বভারতীয় সহসভাপতি তথা সাংসদ দিলীপ ঘোষ সাংবাদিকদের মুখোমুখি হয়ে একাধিক ইস্যুতে মুখ খুললেন সোমবার। আজ তিনি একাধারে যেখানে মদন মিত্রকে তোপ দেগেছেন, আবার তাপস রায়, শোভনদেব চট্টোপাধ্যায়কে ‘ভদ্রলোক’ আখ্যা দিয়েছেন। উল্লেখ্য, সম্প্রতি পুলিশের বিরুদ্ধে বিস্ফোরক হয়েছিলেন বরাহনগরের তৃণমূল বিধায়ক। তিনি বলেছিলেন, ‘পুলিশের কাজ পুলিশকে করতে দিতে হবে। সরকারি দলের বিধায়ক বলে আমার কথায় পুলিশ চলবে, এটা হতে পারে না।’ এর প্রেক্ষিতে দিলীপ ঘোষকে প্রশ্ন করা হলে তিনি নিজের মতামত জানান। দিলীপ ঘোষ এদিন বলেন, ‘তাপসদা, শোভনদেববাবুরা ভদ্রলোক। তাঁরা চিরদিন যেভাবে রাজনীতি করেছেন, এখনও সেভাবেই রাজনীতি করে যাচ্ছেন। যে গুটিকয়েক নেতা আছেন, তাঁদের পক্ষে তৃণমূলে টিকে থাকা মুশকিল হয়ে যাচ্ছে। তাই মনের দুঃখে মাঝেমধ্যে এসব কথা বলে ফেলেন। দুর্ভাগ্য, বাকি জীবনটা তাঁদের ওই দলেই থাকতে হবে।’
এদিকে সম্প্রতি তৃণমূল বিধায়ক মদন মিত্রের বিরুদ্ধে শুভেন্দু অধিকারীকে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছিল। মদন মিত্র বলেছিলেন, ‘যাঁরা বলছেন ডোন্ট টাচ মাই বডি, আই অ্যাম মেলস। যদি দলের নির্দেশ আসে ১০ মিনিট লাগবে না, ওসব ঘটি-বাটি মুড়িয়ে অন্য জায়গায় ফেরত পাঠিয়ে দেব।’ মদনের এই মন্তব্যের প্রেক্ষিতে প্রশ্ন করা হলে দিলীপ পালটা বলেন, ‘ওই ডায়লগ অনেক শুনেছি। সোজা হয়ে দাঁড়াতে পারেন না। কি দাওয়াই দেবেন? আমাদেরও হাত আছে। জিতে গিয়ে গায়ের জোর দেখাচ্ছিলেন। ১৩ তারিখ বুঝে গিয়েছেন। পুলিশ গুন্ডা সব লাগিয়েছিল। বুঝে গিয়েছে বাংলার মুড পাল্টে গিয়েছে। মানুষ দায়িত্ব দিয়েছে। পালন করুন। নাহলে কান ধরে টেনে মানুষ নামিয়ে দেবে।’