টাইমস বাংলা ডেস্ক – টানা বর্ষণে জলের তলায় নেপালের পশ্চিমে অবস্থিত আছাম জেলার বিভিন্ন জায়গা। এরইমধ্যে ভূমিধসের ফলে অন্তত ১৩ জনের মৃত্যু হয়েছে। এছাড়াও ১০ জন নিখোঁজ রয়েছেন। সেখানে জোর কদমে চলছে উদ্ধারকার্য। ইতিমধ্যেই, আরও ১০ জনকে উদ্ধার করেছে নেপালের বিপর্যয় মোকাবিলা দল। তাদের চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে। এই দুর্যোগের পরিপ্রেক্ষিতে নেপালের স্বরাষ্ট্রমন্ত্রী বালকৃষ্ণ খন্দ উদ্ধারকার্যের জন্য হেলিকপ্টার মোতায়েনের নির্দেশ দিয়েছেন।
জেলা আধিকারিকের উপ-প্রধান দীপেশ রিজাল জানিয়েছেন, শনিবার এই দুর্ঘটনা ঘটে। মাটির নিচে চাপা পড়েছেন বহু মানুষ। আছামের বিভিন্ন স্থানে ভূমিধসের পর শনিবার সকাল থেকেই উদ্ধারকাজে নেমেছে স্থানীয় প্রশাসন ও পুলিশের দল। আছাম জেলা পুলিশের ডিএসপি নারায়ণ ডাঙ্গি জানান, জেলার বিভিন্ন স্থানে ভূমিধসের কারণে বাড়িঘর ক্ষতিগ্রস্ত ও চাপা পড়ার খবর পেয়ে পুলিশও উদ্ধারকাজে নেমেছে।
অন্যদিকে, নেপালের পূর্ব কৈলালী জেলায় বন্যায় তলিয়ে গিয়েছে ৬০০ বাড়ি। বন্যা কবলিত লোকজনকে সরিয়ে নেওয়ার কাজ চলছে। এছাড়াও, নেপালের দারচুলা জেলার বঙ্গবগাদ এলাকায় গত শনিবার বন্যা ও ভূমিধসে অন্তত ২ জন নিহত ও ১১ জন নিখোঁজ হয়েছেন। অবিরাম বর্ষণের ফলে নেপালের লস্কু ও মহাকালী নদী প্লাবিত হওয়ার ফলে বিস্তীর্ণ অংশ বন্যার কবলে পড়েছে। টানা বর্ষণে বন্যা এবং ধস নামার ফলে এই সমস্ত জেলার বিস্তীর্ণ অংশে বিদ্যুৎ-সড়ক বিঘ্নিত হওয়ায় স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয়েছে।