টাইমস বাংলা ডেস্ক –
কচুরিপানা শুকিয়ে শিল্প? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পরামর্শ নিয়ে সোশ্যাল মিডিয়ায় ট্রোলের বন্যা বয়ে গিয়েছিল। তারইমধ্যে আরও একটি পোস্ট ভাইরাল হয়ে গেল। তাতে একাধিক ছবি পোস্ট করে দাবি করা হল, কচুরিপানা শুকিয়েও হস্তশিল্প করা সম্ভব।
সম্প্রতি ফেসবুকে আদিত্য নারায়ণ ভৌমিক নামে তৃণমূলের এক নেতা পোস্ট করেন, ‘কচুরিপানা শুকিয়ে হস্তশিল্প সম্ভব, বলেছিলেন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তথা আমার ব্যক্তিগত ধারণায় বাংলার মা মমতা বন্দ্যোপাধ্যায়। এই উক্তির প্রমাণ স্বরূপ এই ছবি পোস্ট করলাম। এক দাদার পোস্ট থেকে ছবিগুলি সংগৃহীত। ঠিক যেরকম এক মা কোনও কাজকেই ছোটো মনে না করেন, তাঁর সন্তানকে শিক্ষা দেন, নতুন-নতুন ব্যবসার পথ দেখান আমাদের মুখ্যমন্ত্রী এবং সেই কাজই করে চলেন বারবার।’ ওই তৃণমূল নেতার পোস্ট সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। যে পোস্টে বিরোধীদেরও আক্রমণ শানিয়েছেন ওই তৃণমূল নেতা। তিনি বলেন, ‘এই মমতাময়ী রূপটা এর অপব্যবহার সবসময়ই করে চলেছেন বিরোধীপক্ষ আর সন্ত্রাসপক্ষ। মায়ের আবেগ প্রকাশে কোনও সীমা থাকে না, কখনওই ঠিক তেমনই হলেন আমাদের মমতাময়ী বাংলার মা।’