টাইমস বাংলা ডেস্ক – মঙ্গলবার নবান্ন অভিযানে মহিলা এসআইকে উদ্দেশ্য করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেছিলেন, ‘ডোন্ট টাচ মাই বডি, আই এম মেল।’ তার ব্যবহার করা এই শব্দ এখন খোরাকের বিষয় হয়ে দাঁড়িয়েছে তৃণমূলের কাছে। ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় এ নিয়ে তৈরি হয়েছে নানান মিম, চলছে হাসি মশকরা। বিধানসভা ভবনেও তৃণমূলের মহিলা বিধায়কদের শুভেন্দু অধিকারীর ব্যবহার করা এই শব্দ নিয়ে হাসাহাসি করতে দেখা গিয়েছে। এবার এ নিয়ে শুভেন্দুকে বিদ্রুপ করতে অভিনব কর্মসূচি নিল তৃণমূল কংগ্রেস। একেবারে টি-শার্টে শুভেন্দুর ব্যবহার করা সেই শব্দ লিখে বাজার ঘুরে বেড়ালেন তৃণমূল নেতা কর্মীরা।
পশ্চিম বর্ধমানের আসানসোলের কুলটি ব্লকের নিয়ামতপুর বাজারে আজ এভাবেই ঘুরে বেড়াতে দেখা গেল তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীদের। তাদের নেতৃত্ব দেন স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতা বিশ্বজিৎ চট্টোপাধ্যায়। টি শার্টে এই শব্দ লিখে বাজার ঘোরার পাশাপাশি সবজি বাজার থেকে শুরু করে কাপড় কেনাকাটা করলেন বিশ্বজিৎ চট্টোপাধ্যায়। শুভেন্দু অধিকারীকে কটাক্ষ করে তিনি বলেন, ‘ওনার যদি সন্দেহ থাকে উনি পুরুষ তাহলে তাহলে এরকম একটি টি-শার্ট বানিয়ে ঘুরে বেড়ান। এর থেকে দুঃখজনক আর কিছু হয় না।’ তিনি আরও বলেন, ‘টিভিতে দেখছি একজন চিৎকার করে বলছেন আই এম মেল, আই এম মেল।’ তার পরামর্শ, ‘এতে চিৎকার করে বলার কী রয়েছে। টি-শার্টে তা লিখে দিলেই তো হল।’
তিনি আরও বলেন, ‘নন্দীগ্রামে যখন ওনার গুন্ডারা আমাদের মারধর করেছিল তখন আমরা চিৎকার করে বলিনি ডোন্ট টাচ মাই বডি। আমরা শুধু বলেছিলাম আমরা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সৈনিক।’ অন্যদিকে এ নিয়ে বিদ্রূপ শুরু হতেই অবশ্য শুভেন্দু অধিকারী ব্যাখ্যা দিয়েছিলেন তিনি কেন একথা বলেছিলেন। সে প্রসঙ্গে তার ব্যাখ্যা ছিল, ‘আমাকে এসআই ম্যাডাম বারবার ধাক্কা দিচ্ছিলেন। তখনই আমি বলেছিলাম আমি একজন পুরুষ। আপনি মহিলা মায়ের জাত। মা আপনি আমার গায়ে হাত দেবেন না।’