টাইমস বাংলা ডেস্ক – বিজেপির নবান্ন অভিযান কর্মসূচিতে মহিলা পুলিশ কর্মীকে তাঁর ‘ডোন্ট টাচ মি’ নিয়ে বিদ্রুপ করছে তৃণমূল। বৃহস্পতিবার বিধানসভায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে তাঁর ব্যাখ্যা দিলেন শুভেন্দু অধিকারী। বোঝানোর চেষ্টা করলেন, মহিলাদের কোনও অসম্মান করেননি তিনি।
এদিন শুভেন্দু বলেন, ‘আমাকে এগোতে দেওয়া যাবে না বলে IPS-রা সরে গেল। এর পর SI ম্যাডাম মেরির নেতৃত্বে ৮ জন সম্মানীয়া মহিলা পুলিশ কর্মচারীরা এলেন সিভিল ড্রেসে। তারা টি শার্ট ও জিন্স পরে এসেছিলেন। তারা পুলিশ না সাধারণ লোক না তৃণমূলের মহিলা ক্যাডার সেটা আমি প্রথমে বুঝতে পারিনি। এসেই আমার বাঁ দিকে ২টো ঘুসি মারলেন। ধাক্কা মারতে শুরু করলেন। তার পর মুহূর্তের মধ্যে লকেট চট্টোপাধ্যায়কে চ্যাংদোলা করে তুলে ফেলে। তার পর রাহুলদাকে ধাক্কা মারতে মারতে তোলে। আমি হকচকিয়ে যাই। আমাকে যখন বারবার ধাক্কা দিচ্ছেন ম্যাডাম মেরি, তখন আমি বলেছিলাম, ‘আমি একজন পুরুষ মানুষ। আপনি মহিলা। মায়ের জাত। মা আপনি আমার গায়ে হাত দেবেন না।’
তৃণমূলকে পালটা শুভেন্দুর কটাক্ষ, ‘স্ত্রী, শ্যালিকা কে দিয়ে ভাইপো যেমন টাকা পাচার করে, সোনা পাচার করে আমরা মহিলাদের ওই চোখে দেখি না। ৭০ বছরের বুড়ো তৃণমূলের মহাসচিব হাঁটুর নীচের বয়সী মেয়েদের সঙ্গে…. কী বলব আর! ব্রুনেইয়ের সুলতানের থেকে বেশি ওর ছোট ছোট বান্ধবী।’
বৃহস্পতিবার বিজেপির নবান্ন অভিযানে কলকাতা পুলিশের হাতে গ্রেফতারির আগে শুভেন্দুকে ঘিরে ধরেন কয়েকজন মহিলা পুলিশকর্মী। তখন শুভেন্দু এক মহিলা পুলিশকর্মীকে বলেন, ‘ডোন্ট টাচ মি। ইউ আর ফিমেল, আই অ্যাম মেলস।’