টাইমস বাংলা ডেস্ক – বিজেপির নবান্ন অভিযান শুরুর প্রথমেই শুভেন্দু অধিকারীকে আলিপুর পিটিএসের সামনে থেকে গ্রেফতার করেছিল পুলিশ। তাঁর সঙ্গেই মঙ্গলবার দুপুর সাড়ে ১২টা নাগাদ গ্রেফতার করা হয়েছিল লকেট চট্টোপাধ্যায়, রাহুল সিনহাকে। তারপর তাঁদের লালবাজারে নিয়ে যায় পুলিশ। সেখানে থেকেই লকেট চট্টোপাধ্যায়ের পেজ থেকে ফেসবুক লাইভ করে বিস্ফোরক অভিযোগ করেন শুভেন্দু। মহিলা পুলিশ কর্মীদের ‘গুন্ডি’ বলে আক্রমণ করেন বিরোধী দলনেতা। মঙ্গলবার নবান্ন অভিযানে বেরিয়ে পুলিশের সঙ্গে প্রবল তর্কাতর্কি করেন শুভেন্দু অধিকারী। মহিলা পুলিশকর্মীরা শুভেন্দুর হাত ধরে টানতে গেলে তিনি চেঁচিয়ে বলেন, ‘ইউ আর লেডি। আই অ্যাম মেল। ডোন্ট টাচ মি। ডোন্ট টাচ মাই বডি।’ লালবাজারে বসে সেই মহিলা পুলিশকর্মীদের ‘গুন্ডি’ বলে তোপ দাগলেন নন্দীগ্রামের বিধায়ক। এই ফেসবুক লাইভেই তিনি অভিযোগ করেন, ওই পুলিশকর্মীরা রাহুল সিনহাকে আঁচড়ে দিয়েছেন। এই নিয়ে কটাক্ষ করেছেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সম্পাদক কুণাল ঘোষ।