টাইমস বাংলা ডেস্ক – চাকরি নিয়ে বড় ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। উৎকর্ষ বাংলা প্রকল্পে কারিগরি শিক্ষায় শিক্ষিত ছেলেমেয়েদের দেওয়া হবে নিয়োগপত্র। সব মিলিয়ে প্রায় ৩০০০০ ছেলে মেয়েকে নিয়োগ পত্র দেওয়া হবে। আজ ১১ হাজার ছেলে মেয়ের হাতে নিয়োগ পত্র তুলে দেন মমতা। আগামী ১৫ সেপ্টেম্বর আরও ৭ হাজার ছেলে মেয়ের হাতে নিয়োগপত্র তুলে দেওয়া হবে। এইভাবে ধাপে ধাপে মোট ৩০ হাজার ছেলেমেয়েকে চাকরির নিয়োগ পত্র দেওয়া হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
আজ নেতাজি ইন্ডোরে সভায় উপস্থিত থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছেলে মেয়েদের নিয়োগপত্র তুলে দেন। এদিন তিনি বলেন, ‘ক্ষমতায় আসার পর আমি স্বপ্ন দেখেছিলাম বাংলা একদিন বিশ্ব সেরা হবে। কন্যাশ্রীতে আমরা ইউনাইটেড নেশনের কাছে এসেছি। দুর্গাপুজোয় স্বীকৃতি দিয়েছে ইউনেস্কো। নিম্নস্তরের শিক্ষাতেও বাংলা প্রথম হয়েছে। এভাবে বাংলা এগিয়ে যাবে।’এদিন সভায় মুখ্যমন্ত্রী কারিগরি শিক্ষার উপর জোর দেন। আইটিআই পড়ুয়াদের সফলতার কথা তুলে ধরে বলেন, ‘গোটা ভারতে বিভিন্ন ট্রেডে ২১ জন শীর্ষস্থান অধিকার করেছে। যার মধ্যে ৯ জন বাংলার।’
কর্মসংস্থান নিয়ে মমতা বলেন, সারা দেশে যখন ৪৫ শতাংশ কর্মসংস্থান কমে গিয়েছে, তখন বাংলায় ৪০ শতাংশ কর্মসংস্থান বাড়িয়ে বেড়েছে। রাজ্যের বিরোধী দলগুলি যখন বারবার সুর চড়িয়েছে, রাজ্যে চাকরি নেই, শিল্প নেই, তার মাঝেই মুখ্যমন্ত্রীর একই দিনের একগুচ্ছ ঘোষণাকে জবাব বলেই মনে করছে রাজনৈতিক মহল। প্রসঙ্গত, ৬ জেলার প্রার্থীদের নিয়োগ পত্র তুলে দেওয়া হয়। যার মধ্যে রয়েছে দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, নদিয়া, কলকাতা, হুগলি পলিটেকনিক, আইটিআইয়ের ছেলেমেয়ের নিয়োগপত্র তুলে দেওয়া হয়। মমতা জানিয়েছেন এই ভাবেই তিনটি অনুষ্ঠানের মাধ্যমে ৩০ হাজার ছেলে মেয়েকে নিয়োগপত্র তুলে দেওয়া হবে।