টাইমস বাংলা ডেস্ক – পরিবহণ ব্যবসায়ীর বাড়ি থেকে উদ্ধার হল বান্ডিল বান্ডিল টাকা। আপাতত সাত কোটি টাকা উদ্ধার হয়েছে বলে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) সূত্রে খবর। গার্ডেনরিচ ব্যবসায়ী নিসার খানের বাড়ি থেকে ইডি’র অভিযানে এই বিপুল টাকা উদ্ধার হয়। এই টাকার কোনও বৈধ নথি দেখাতে পারেননি ওই ব্যবসায়ী। টাকা গুনতে আনা হয়েছে মেশিন।
প্রসঙ্গত, শনিবার কলকাতার তিন জায়গায় অভিযান চালায় ইডি। এদিন কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে ইডি’র তিন প্রতিনিধি দল সিজিও কমপ্লেক্স থেকে বের হয়। প্রথমে পার্ক স্ট্রিট লাগোয়া ম্যাকলয়েড স্ট্রিটের একটি আবাসনে হানা দেয়। সেখানে এক আইনজীবীর ফ্ল্যাটে বেশ কিছুক্ষণ ধরে তল্লাশি চলছে। গার্ডেনরিচে ব্যবসায়ীর বাড়িতে হানা দেন ইডি আধিকারিকরা। এরপর মোমিনপুরে ১৪ নম্বর বিন্দুবাসিনী স্ট্রিটে এক কাপড় ব্যবসায়ীর ফ্ল্যাটেও অভিযান চলছে। এরপর নিউটাউনেও তল্লাশির কথা জানা যায়। এখনও পর্যন্ত যা জানা গিয়েছে, গার্ডেনরিচের ওই ব্যবসায়ীর আমদানি-রপ্তানির ব্যবসা রয়েছে। অফিস রয়েছে নিউটাউন ও হাইড রোডে। উদ্ধার হওয়া টাকার বেশিরভাগই পাঁচশো টাকার নোট। তবে দু’হাজার টাকার নোটের বান্ডিলও রয়েছে। জানা গিয়েছে, মোবাইল অ্যাপের মাধ্যমে প্রতারণা সংক্রান্ত মামলায় এদিন তল্লাশি করছে ইডি।