টাইমস বাংলা ডেস্ক – হাড্ডাহাড্ডি লড়াইয়ে গতকাল পাকিস্তানকে এশিয়া কাপের ম্যাচে পাঁচ উইকেটে হারিয়েছে ভারত। এরপর থেকেই রাজনৈতিক নেতারাও ভারতীয় দলকে অভিনন্দ জানাতে শুরু করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পাশাপাশি টুইট করে রোহিত শর্মার দলকে অভিনন্দন জানিয়েছেন প্রিয়াঙ্কা গান্ধী, রাহুল গান্ধীও।
ম্যাচ শেষে প্রধানমন্ত্রী মোদী গতকাল গভীর রাতে টুইট করে লেখেন, ‘আজকের এশিয়া কাপের ম্যাচে টিম ইন্ডিয়া একটি চমত্কার অলরাউন্ড পারফরম্যান্স দেখিয়েছে। দলটি দুর্দান্ত দক্ষতা এবং দৃঢ়তা প্রদর্শন করেছে। জয়ের জন্য তাঁদের অভিনন্দন।’ এদিকে বিসিসিআই সচিব জয় শাহের বাবা তথা কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহ টুইট করে লেখেন, ‘#AsiaCup2022-তে টিম ইন্ডিয়ার এ এক দুর্দান্ত সূচনা। এটা খুবই হাড্ডাহাড্ডি একটি ম্যাচ ছিল। এই অসাধারণ জয়ের জন্য পুরো দলকে অভিনন্দন। এই জয়ের ধারা বজায় রাখতে হবে!’
#TeamIndia put up a spectacular all-round performance in today’s #AsiaCup2022 match. The team has displayed superb skill and grit. Congratulations to them on the victory.
— Narendra Modi (@narendramodi) August 28, 2022
What a thriller of a match! Well played, #TeamIndia 🇮🇳
The beauty of sports is how it inspires and unites the country – with a feeling of great joy & pride. #AsiaCup2022
— Rahul Gandhi (@RahulGandhi) August 28, 2022
এদিকে কেন্দ্রীয় আবাসন ও নগর বিষয়ক মন্ত্রী হরদীপ সিং পুরিও টিম ইন্ডিয়াকে অভিনন্দন জানিয়েছেন। তিনি টুইট করে লেখেন, ‘বয় ইন ব্লু আবার এটা করে দেখাল! #AsiaCup2022-তে পাকিস্তানের বিরুদ্ধে একটি দুর্দান্ত জয় পেল দল। উত্তেজনাপূর্ণ মুহূর্তে একটি ক্লিনিক্যাল ফিনিশ! আন্তরিক অভিনন্দন #TeamIndia।’ এদিকে রাহুল গান্ধী টুইট করে লেখেন, ‘এই ম্যাচটা একটা থ্রিলার ছিল! ভারতীয় দল ভালো খেলেছে। এটাই খেলাধুলার সৌন্দর্য… এভাবেই দেশকে অনুপ্রাণিত করে এবং একত্রিত করে খেলাধুলা। মহা আনন্দ ও গর্বের অনুভূতির সঙ্গে এই কাজ করে খেলাধুলা।’ এদিকে রাহুলের বোন তথা কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধীও টুইটে ভারতীয় দলকে অভিনন্দন জানান। তিনি টুইট বার্তায় লেখেন, ‘হুররাহ! আমরা জিতে গিয়েছি। গৌরবময় পারফরম্যান্স এবং জয়ের জন্য টিম ইন্ডিয়াকে অভিনন্দন। মেন ইন ব্লু ভালো খেলেছে! জয় হিন্দ!’