টাইমস বাংলা ডেস্ক – প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ গুজরাটের ভূজ জেলায় স্মৃতি ভান মেমোরিয়াল উদ্বোধন করেন। কচ্ছ অঞ্চলে ২০০১ সালের বিধ্বংসী ভূমিকম্পের সময় লোকেদের লড়াকু মানসিকতাকে কুর্নিশ জানাতে এবং ঘুরে দাঁড়ানোকে উদযাপন করতে এই স্মৃতিস্তম্ভ তৈরি করা হয়েছে। প্রধানমন্ত্রী মোদি বলেছিলেন যে স্মৃতি ভান কচ্ছের সেসব মানুষের অসাধারণ লড়াইয়ের চেতনার প্রতি শ্রদ্ধা যারা ২০০১ সালের ভূমিকম্পে প্রাণ হারিয়েছিলেন।
গতকাল এক টুইট বার্তায় প্রধানমন্ত্রী লেখেন, ‘কচ্ছে আমি স্মৃতি ভান স্মৃতিসৌধের উদ্বোধন করব। এই স্মৃতিসৌধটি ২০০১ সালের মর্মান্তিক ভূমিকম্পের সঙ্গে জড়িত। সেই সময় সেখানে বেশ কয়েকজন লোক প্রাণ হারিয়েছিল। আমরা যাদের হারিয়েছি তাদের প্রতি শ্রদ্ধা এবং কচ্ছের মানুষের অসাধারণ লড়াইয়ের চেতনার প্রতিও একটি শ্রদ্ধাঞ্জলি হল এই স্মৃতি ভান।’
বিস্তৃত স্মৃতিসৌধটি ৪৭০ একর জায়গার উপর নির্মিত হয়েছে। ভূমিকম্পের সময় প্রাণ হারানো ১৩ হাজার লোকের নাম রয়েছে এই সৌধে।
এই মেমোরিয়ালে রয়েছে অত্যাধুনিক ভূমিকম্প জাদুঘর। এটি সাতটি থিমের উপর ভিত্তি করে সাতটি ব্লকে বিভক্ত করা হয়েছে: পুনর্জন্ম, পুনঃআবিষ্কার, পুনরুদ্ধার, পুনর্নির্মাণ, পুনর্বিবেচনা, পুনরুদ্ধার এবং পুনর্নবীকরণ।
এর আগে গতকাল মোদীর হাত দিয়ে সবরমতী নদীর উপর শুধু পথচারীদের জন্য তৈরি ‘অটল ব্রিজ’-এর উদ্বোধন হয়। আইকনিক অটল ব্রিজের নকশায় ইতিমধ্যে মুগ্ধ হয়েছেন মানুষ। এলইডি আলো দিয়ে ব্রিজ সাজানো হয়েছে। ব্রিজের দৈর্ঘ প্রায় ৩০০ মিটার। মাঝে ১৪ মিটার চওড়া। ব্রিজের পশ্চিম দিকে আছে ফ্লাওয়ার গার্ডেন। পূর্বদিকে একটি কলা এবং সংস্কৃতি কেন্দ্র তৈরি করা হচ্ছে।
লন্ডনের মিলেনিয়াম ব্রিজের মতো পথচারীদের জন্য সেই ব্রিজ তৈরি করা হয়েছে। সঙ্গে সাইকেল আরোহীরা ব্রিজ ব্যবহার করতে পারবেন বলে সরকারের তরফে জানানো হয়েছে। তবে কোনওরকম গাড়ি উঠতে দেওয়া হবে না ব্রিজে। সরকারের তরফে জানানো হয়েছে, ২,৬০০ মেট্রিক টন লোহার পাইপ ব্যবহার করে সেই ব্রিজ তৈরি করা হয়েছে। ছাদ তৈরি করা হয়েে রংবেরঙের ফেব্রিক দিয়ে।