টাইমস বাংলা ডেস্ক – পাকিস্তানের বিরুদ্ধে এশিয়া কাপের হাই ভোল্টেজ ম্য়াচের ঠিক আগে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন রাহুল শর্মা। একদা টিম ইন্ডিয়ার হয়ে মাঠে নামা লেগ স্পিনার রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজে খেলার জন্যই সব ফর্ম্যাট থেকে অবসর ঘোষণা করেন।
টুর্নামেন্টের ব্র্য়ান্ড অ্যাম্বাসাডর সচিন তেন্ডুলকরের প্রস্তাবে রাজি হয়েই রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজে ইন্ডিয়া লেজেন্ডসের হয়ে খেলার সিদ্ধান্ত নেন রাহুল। উল্লেখযোগ্য বিষয় হল, ২০১১ আইপিএলে সচিনকে আউট করেই সকলের নজরে পড়ে যান রাহুল শর্মা। তার পরেই জাতীয় দলের দরজা খুলে যায় তাঁর সামনে।
রাহুলের যদিও দেশের জার্সিতে খুব বেশি ম্যাচ খেলা হয়নি। টিম ইন্ডিয়ার হয়ে ৪টি ওয়ান ডে ও ২টি আন্তর্জাতিক টি-২০ ম্যাচ খেলেছেন তিনি। ইন্টারন্যাশনাল ক্রিকেটে সাকুল্যে ৯টি উইকেট নিয়েছেন তিনি। রাহুল শেষবার ভারতের হয়ে প্রতিনিধিত্ব করেন ২০১২ সালের জুলাইয়ে কলম্বোয় শ্রীলঙ্কার বিরুদ্ধে ওয়ান ডে ম্যাচে। তিনি দিল্লি ডেয়ারডেভিলস, চেন্নাই সুপার কিংস, ডেকান চার্জার্স ও পুণে ওয়ারিয়র্সের হয়ে আইপিএল খেলেছেন।