টাইমস বাংলা ডেস্ক – বাংলার দুর্গাপুজোয় আবার জায়গা করতে চাইছে বিজেপি। যদিও এবার নিজেদের উদ্যোগের দুর্গাপুজো করে ইতি টানতে চাইছে বঙ্গ–বিজেপি। যা শুরু হয়েছিল ইজেডসিসি অডিটোরিয়ামে। দলের সংগঠন হ্রাস পেয়েছে। তাই আ এই নিয়ে এগিয়ে চলা সম্ভব নয়। বরং অন্যান্য বারোয়ারি পুজোতে গিয়ে অংশ নেওয়াটা ভাল। এটা করলে অন্তত জনসংযোগ হবে। এবার দুর্গাপুজোতে কলকাতায় আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এটা নিয়ে ধোঁয়াশা ছিল। তবে এখন নিশ্চিত হওয়া গিয়েছে।
সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো কমিটি অমিত শাহকে আমন্ত্রণ জানিয়েছিলেন। সেই আমন্ত্রণ রক্ষা করা হবে কিনা সেটা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছিল। কিন্তু এবার সেখানে তিনি আসছেন বলে সবুজ সংকেত পেয়েছেন পুজো উদ্যোক্তারা। সন্তোষ মিত্র স্কোয়ারের উদ্যোক্তারা ইতিমধ্যেই আমন্ত্রণ জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে৷ এখানের এই বছর সন্তোষ মিত্র স্কোয়ারের পুজোর থিম ‘আজাদির অমৃত মহোৎসব’৷ তেরঙ্গাকে কেন্দ্র করে সেজে উঠছে গোটা পুজো মণ্ডপ৷ লালকেল্লা, ইন্ডিয়াগেট, নতুন সাংসদ ভবনের ছবি দেখা যাবে পুজো মণ্ডপে।
সূত্রের খবর, এই পুজোর অন্যতম প্রধান উদ্যোক্তা কলকাতার বিজেপি কাউন্সিলর সজল ঘোষ৷ তাঁরই উদ্যোগে অমিত শাহকে আমন্ত্রণ জানানো হয়। সেটা নিয়ে অনিশ্চয়তা ছিল। তবে কলকাতায় দুর্গাপুজোর সময় আসছেন তিনি। যদি কোনও বড় কিছু কাজ পড়ে না যায় তাহলে তিনি আসছেন এটা জানতে পেরেছেন পুজো উদ্যোক্তারা। তাই এই পুজোতে অমিত শাহ আসার সম্ভাবনা রয়েছে বলে মত একাংশের৷
অমিত শাহ আসার বিষয়ে সজল ঘোষ বলেন, ‘আমি যতটা জানি স্বরাষ্ট্রমন্ত্রী আসবেন৷ তাঁকে আমন্ত্রণ জানানো হয়েছে৷ মৌখিকভাবে তিনি পুজোতে আসার জন্য সম্মতি দিয়েছেন৷ তবে তাঁর কর্মসূচি এখনও পাওয়া যায়নি৷ অর্থাৎ কবে তিনি আসবেন বা আসবেন কিনা সেই বিষয়ে অফিসিয়াল কোনও তথ্য পায়নি৷’