টাইমস বাংলা ডেস্ক – ইংরেজি পরিভাষায় বলে ‘গ্রুপ অফ ডেথ’ যার বাংলা তর্জমা করলে দাঁড়ায় মৃত্যুকূপ। সেই মৃত্যুকূপেই এবার ফের একবার একসঙ্গে পড়ল ইউরোপের অন্যতম সেরা দুই ক্লাব বার্সেলোনা এবং বায়ার্ন মিউনিখ। আসন্ন উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের জন্য অনুষ্ঠিত ড্রয়ে ফের এক গ্রুপে ইউরোপীয় ফুটবলের দুই পাওয়ার হাউস। এবারের টাই আরও অতিরিক্ত মাত্রা পাবে লেওয়ানডস্কির কারণে। কারণ সদ্য এই মরশুমেই দীর্ঘদিন বায়ার্নের স্ট্রাইকার হিসেবে দায়ভার সামলানোর পরবর্তীতে তিনি বার্সাতে যোগ দিয়েছেন। ফলে পুরনো ক্লাবের বিরুদ্ধে নয়া ক্লাবের হয়ে লেওয়ানডস্কি কেমন পারফর্ম করেন এখন এটাই দেখতে মুখিয়ে ভক্তরা।
বার্সেলোনার এই গ্রুপে আরও এক প্রাক্তন চ্যাম্পিয়ন্স লিগ চ্যাম্পিয়ন ইন্টার মিলান। আর সেই কারণেই এই গ্রুপকে গ্রুপ অফ ডেথের অ্যাখ্যা দেওয়া হচ্ছে। এবারের চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ ‘সি’ তাই নিঃসন্দেহে মৃত্যুকূপ বটে। ইস্তাম্বুলে আজ এবারের চ্যাম্পিয়ন্স লিগের ড্র অনুষ্ঠান অনুষ্ঠিত হল। সেখানেই বেশ জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্যে দিয়ে বিভিন্ন গ্রুপের প্রতিপক্ষ ক্লাবগুলোকে ইতিমধ্যেই বেছে নেওয়া হল। ইস্তাম্বুলে আজ ড্র অনুষ্ঠানে বার্সেলোনার নাম পট থেকে তুলেছেন ইয়াইয়া তুরে। প্রসঙ্গত বার্সেলোনা, বায়ার্ন এবং ইন্টার এই তিন ক্লাব মিলে জিতেছে চ্যাম্পিয়ন্স লিগের ১৪টি শিরোপা। এর মধ্যে বায়ার্ন জিতেছে ৬টি ট্রফি। বার্সেলোনার রয়েছে ৫টি ট্রফি। আর ইন্টার মিলানের তাবুতে রয়েছে চ্যাম্পিয়ন্স লিগের ৩টি ট্রফি।
একনজরে কোন গ্রুপে কোন দল:
১) গ্রুপ- এ: আয়াক্স আমস্টারডাম, লিভারপুল, নাপোলি, রেঞ্জার্স
২) গ্রুপ- বি: পোর্তো, অ্যাথলেটিকো মাদ্রিদ, লেভারকুসেন, ব্রুগা
৩) গ্রুপ- সি: বায়ার্ন মিউনিখ, বার্সেলোনা, ইন্টার মিলান, প্লজেন।
৪) গ্রুপ- ডি: আইনট্রাখট ফ্রাঙ্কফুর্ট, টটেনহাম, স্পোর্টিং লিসবন, মার্শেই
৫) গ্রুপ- ই: এসি মিলান, চেলসি, সালজবুর্গ, দিনামো জাগরেব
৬) গ্রুপ- এফ: রিয়াল মাদ্রিদ, লিপজিগ, শাখতার, সেল্টিক
৭) গ্রুপ- জি: ম্যাঞ্চেস্টার সিটি, সেভিয়া, বরুসিয়া ডর্টমুন্ড, কোপেনহেগেন
৮) গ্রুপ- এইচ: পিএসজি, জুভেন্টাস, বেনফিকা, ম্যাকাবি হাইফা।