টাইমস বাংলা ডেস্ক – টিম ইন্ডিয়ার বর্তমান মিশন ২০২২ এশিয়া কাপ। আর তার জন্য তারা এখন সংযুক্ত আরব আমিরশাহিতে রয়েছে। ২৮ অগস্ট নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হবে ভারত। চলছে তার জোরদার প্রস্তুতি। এরই মাঝে টুর্নামেন্ট শুরুর ঠিক আগে বিরাট কোহলি সোশ্যাল মিডিয়ায় প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির জন্য মন ছুঁয়ে যাওয়া একটি বার্তা পোস্ট করেছেন। আর এই পোস্ট ভক্তদের মন জয় করে নিয়েছে।
টুইটারে ধোনির সঙ্গে একটি পুরনো ছবি শেয়ার করে বিরাট কোহলি লিখেছেন, ‘এই ব্যক্তির বিশ্বস্ত ডেপুটি হওয়াটা ছিল আমার কেরিয়ারের সবচেয়ে আনন্দের এবং উত্তেজনাপূর্ণ পর্ব। আমাদের অংশীদারিত্ব সব সময় আমার কাছে বিশেষ হয়ে থাকবে। ৭+১৮ ❤️’।
Being this man’s trusted deputy was the most enjoyable and exciting period in my career. Our partnerships would always be special to me forever. 7+18 ❤️ pic.twitter.com/PafGRkMH0Y
— Virat Kohli (@imVkohli) August 25, 2022
বিরাট কোহলির এই পোস্টটি সকলকে আবেগপ্রবণ করেছে। কোহলি এই পোস্টটি করার পর তা হুহু করে ভাইরাল হয়েছে। ২০০৮ সালে ধোনির অধিনায়কত্বে আত্মপ্রকাশ করেন কোহলি। ধোনি, যিনি কোহলির কেরিয়ার গঠনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন, পরে তাঁর ডেপুটি কোহলির হাতে অধিনায়কত্বের দায়িত্ব তুলে দেন। ২০১৪ সালে প্রথম বারের মতো কোহলি টেস্টে অধিনায়ক হন, তার পরে তিনি ওয়ানডে এবং টি-টোয়েন্টি দলের অধিনায়কত্বও পান।
সংযুক্ত আরব আমিরশাহিতে ২৭ আগস্ট থেকে এশিয়া কাপ শুরু হচ্ছে। তবে ভারতের প্রথম ম্যাচ রবিবার (২৮ আগস্ট) পাকিস্তানের বিরুদ্ধে। এই টুর্নামেন্টে সকলের চোখ থাকবে বিরাট কোহলির দিকে, যিনি এই মুহূর্তে খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন। কোহলি আইপিএল ২০২২-এর পরে শুধুমাত্র ইংল্যান্ড সফরে ক্রিকেট খেলেছেনষ তার পরে ওয়েস্ট ইন্ডিজ এবং জিম্বাবোয়ের বিরুদ্ধে সিরিজে তাঁকে বিশ্রাম দেওয়া হয়েছিল। দীর্ঘ বিরতি কাটিয়ে তিনি ফের জাতীয় দলে ফিরেছেন। তাই অক্টোবরে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে পুরনো ছন্দে ফেরাটা কোহলির কাছে বড় চ্যালেঞ্জ। তা না হলে নিজেই বড় সমস্যায় পড়বেন বিরাট কোহলি।