টাইমস বাংলা ডেস্ক – অবিবাহিত নারীরাই এত দিন অংশ নিতে পারতেন ‘মিস ইউনিভার্স’ প্রতিযোগীতায়। শুধু তাই নয়, যে এক বছর তাঁরা এই সম্মানের অধিকারী থাকতেন, সেই এক বছরের মধ্যে বিয়েও করতে পারতেন না। সন্তানের জন্ম দেওয়ার তো কোনও সুযোগই ছিল না। এই নিয়মের ব্যত্যয় হলেই কেড়ে নেওয়া হলেই কেড়ে খারিজ হয়ে যেত খেতাব। কিন্তু এখন থেকে আর তা হবে না। বিবাহিতরা তো বটেই, মায়েরাও এবার অংশ নিতে পারবেন এই সৌন্দর্য প্রতিযোগীতায়। এমনই ঐতিহাসিক সিদ্ধান্ত নেওয়া হল আয়োজকদের তরফে।
২০২৩ সালের ‘মিস ইউনিভার্স’ প্রতিযোগিতা থেকেই এই নিয়মে বদল আসছে। এখন থেকে বিবাহিত নাকি অবিবাহিত, সন্তান আছে নাকি নেই— গোছের প্রশ্নের আর কোনও গুরুত্ব থাকবে না এই প্রতিযোগীতায় অংশ নেওয়ার ক্ষেত্রে।
এর পিছনে ভূমিকা রয়েছে মেক্সিকো আনদ্রেয়া মেজার। ২০২০ সালে ‘মিস ইউনিভার্স’ প্রতিযোগিতার বিজয়ী তিনি। তিনি ‘মিস ইউনিভার্স’-এ আযোজকদের কাছে নিয়ম বদলের এই আবেদন করেন। তাঁর মতে, এই নিয়মগুলি পুরোপুরি ‘অবাস্তব’। সংবাদমাধ্যমকে মেজা জানান, ‘সমাজ বদলাচ্ছে। নারীরাও এমন নেতৃত্বের জায়গায় এগিয়ে আসছেন, যেগুলি আগে শুধু পুরুষদেরই অধিকারে ছিল। সেক্ষেত্রে ‘মিস ইউনিভার্স’ প্রতিযোগিতার নিয়ম একেবারেই সমাজ বদলের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।’ নিয়মে যে বদল আসছে, তাতে তিনি খুবই খুশি বলে জানিয়েছেন মেক্সিকোর এই মডেল।
২০২৩ সালে ‘মিস ইউনিভার্স’ প্রতিযোগিতার আসর বসছে মাদাগাস্কর ও রোমানিয়ায়। সেখানেই এই বদল দেখা যাবে। ১৬০টির বেশি দেশের প্রতিযোগীদের নিয়ে প্রতি বছর এই প্রতিযোগিতার আয়োজন হয়। এবার সেই মঞ্চ সাজবে নতুন আঙ্গিকে, পুরনো নিয়মের বেড়াজাল ভেঙে নতুন রূপে প্রতিযোগীরা আসবেন— এমনটাই মনে করছেন সকলে।