টাইমস বাংলা ডেস্ক – কয়েকদিন আগেই বাংলা জুড়ে ডায়মন্ড সিটি সাউথ নামক আবাসনের চর্চা চলছিল। এই আবাসনের একটি ফ্ল্যাটেই থাকতেন পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ অভিনেতা অর্পিমা মুখোপাধ্যায়। তাঁর সেই ফ্ল্যাট থেকেই উদ্ধার হয়েছিল প্রায় ২১ কোটি টাকা নগদ। এবার ফের একবার খবরে সেই ডায়মন্ড সিটি সাউথ আবাসন। রবিবার টালিগঞ্জ করুণাময়ীর কাছে ডায়মন্ড সিটি সাউথ আবাসনের তিন নম্বর টাওয়ারের ১৪ তলা থেকে উদ্ধার হল এক তরুণী চিকিৎসকের ঝুলন্ত দেহ।
জানা যায়, মৃতের নাম ডঃ দেবিকা চট্টোপাধ্যায়। তিনি আলিপুরের একটি বেসরকারি মাল্টি স্পেশ্যালিটি হাসপাতালে কাজ করতেন। দেবিকার ঘর থেকে উদ্ধার হয়েছে একটি সুইসাইড নোট। তা দেখে পুলিশের প্রাথমিক অনুমান আত্মহত্যাই করেছেন দেবিকা। ঘটনার তদন্তে নেমেছে হরিদেবপুর থানার পুলিশ। আত্মহত্যা হয়ে থাকলেও ঠিক কী কারণে দেবিকা এই পদক্ষেপ করলেন, তা জানতে পুলিশ জিজ্ঞাসাবাদ শুরু করেছে।
এই আবহে স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দেবিকা চট্টোপাধ্যায়ের সম্প্রতি বিবাহবিচ্ছেদ হয়। এরপর থেকেই ডায়মন্ড সিটি সাউথে মা-বাবার সঙ্গে এসে থাকতে শুরু করেন দেবিকা। সেই অবসাদের জেরেই দেবিকা এই ঘটনা ঘটিয়েছেন কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। বাবা-মাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আবাসনের অন্য বাসিন্দা এবং নিরাপত্তারক্ষীকেও জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। দেবিকা যে হাসপাতালে কাজ করতেন, সেখানে তাঁর সহকর্মীদের সঙ্গেও কথা বলছে পুলিশ।
জানা গিয়েছে, রবিবার অনেক বেলা হয়ে গেলেও দেবিকা নিজের ঘর থেকে না বের হওয়ায় উদ্বিগ্ন হয়ে পড়েন বাবা-মা। প্রতিবেশীদের সাহায্যে দেবিকার ঘরের দরজা ভাঙা হয়। ঘরে ঢুকে সবাই দেখেন দেবিকার ঝুলন্দ দেহ। সঙ্গে সঙ্গে দেবিকাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক দেবিকাকে মৃত বলে ঘোষণা করেন। এরপরই পুলিশকে খবর দেওয়া হয়।