টাইমস বাংলা ডেস্ক – কয়েকদিন আগেই মন্ত্রিসভায় রদবদল হয়েছে। জেলা সংগঠনে ব্যাপক রদবদল করা হয়েছে। কিন্তু তারপরও আরও কিছু করা প্রয়োজন। কারণ বছর ঘুরলেই পঞ্চায়েত নির্বাচন। এই পরিস্থিতিতে সেপ্টেম্বর মাসের গোড়ায় দলকে বড় ঝাঁকুনি দিতে পারেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যেই তিনি চিঠি লিখেছেন জেলাশাসকদের। সেখানে স্পষ্ট করে জানিয়েছেন, পঞ্চায়েতে চুরি দেখলেই এফআইআর করুন। এই নিয়ে এখন শোরগোল পড়ে গিয়েছে রাজ্য–রাজনীতিতে।
এখন ধাপে ধাপে ব্লক সভাপতিদের নাম ঘোষণা শুরু হয়েছে। সেখানেও রদবদল দেখা যাচ্ছে। ইতিমধ্যেই জেলা ধরে ধরে ব্লকের সভাপতিদের বৈঠকে ডাকাও শুরু করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। শনিবার দুবাই থেকে ফিরেছেন অভিষেক। তার মধ্যেই জেলা থেকে শহরে তাঁর ছবি দেওয়া পোস্টার পড়ে গিয়েছে। যেখানে লেখা রয়েছে, আগামী ৬ মাসের মধ্যে নতুন তৃণমূল। আর আগামী সপ্তাহে আবার জেলাওয়াড়ি বৈঠক শুরু করতে চলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় বলে সূত্রের খবর। সূত্রের খবর, এবার সেপ্টেম্বর মাসের শুরুতেই সমস্ত জেলা সভাপতি, ব্লক সভাপতি, জেলা পরিষদের সদস্য, পঞ্চায়েত সদস্যদের কলকাতায় নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে এক সভায় ডাকতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। সম্ভবত সেই তারিখ ৭ সেপ্টেম্বর। এখানেই সমস্ত স্তরের নেতাদের বুঝিয়ে দেওয়া হবে নিজ নিজ জেলায় এখন থেকে কি করতে হবে। পঞ্চায়েত নির্বাচনের আগে এই সভা বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।
এই বৈঠকের আয়োজনে ব্যস্ত দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি। যদিও তিনি এই বিষয়ে কোনও কথা বলছেন না। সূত্রের খবর, এই বৈঠক থেকে দলের সব স্তরকে কঠোর বার্তা দিতে পারেন তৃণমূল সুপ্রিমো এবং দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। এই বৈঠক থেকে সকলকে আর্থিক শিষ্টাচার নিয়ে সতর্ক করতে পারেন তৃণমূলনেত্রী। আর কার বিরুদ্ধে কী অভিযোগ আছে তাও সামনে তুলে ধরা হতে পারে।