টাইমস বাংলা ডেস্ক -জিটি রোডের ধারে একটা বস্তা পড়েছিল। কিন্তু সেটা বড় আকারের। যা দেখে সন্দেহ হয় কয়েকজন স্থানীয় বাসিন্দার। এমনকী সন্দেহ করছিলেন কয়েকজন যে, লাশ নয়তো! এই আশঙ্কার মধ্যেই নড়েচড়ে উঠল বস্তা। তখন ভিড় বাড়তে শুরু করেছে। এই পরিস্থিতিতে জনৈক এক ব্যক্তি কৌতূহলের বশে বস্তায় টান মারলেন। আর তখনই বস্তার ভিতর থেকে বেরিয়ে এলেন পক্ককেশের এক বৃদ্ধা। ৮০ বছর বয়স হবে। শনিবার রাতে চুঁচুড়া প্রিয়নগর এলাকায় জিটি রোডের ধারে এই বৃদ্ধাকে বস্তাবন্দি অবস্থায় উদ্ধার করেন স্থানীয় বাসিন্দারা। খবর দেওয়া হলে পুলিশ গিয়ে তাঁকে উদ্ধার করে।
স্থানীয় সূত্রে খবর, শনিবার রাত ন’টা নাগাদ চুঁচুড়ার প্রিয়নগর এলাকায় জিটি রোডের ধারে এই ঘটনা ঘটেছে। ওই বৃদ্ধাকে বস্তা থেকে বের করতে চাইলেও তিনি পা ঢুকিয়ে বসে থাকেন। তখন ঘটনাস্থলে উপস্থিত ছিলেন চুঁচুড়া থানার মহিলা পুলিশকর্মী রাখি ঘোষের ছেলে প্রদীপ্ত ঘোষ। তিনি তাঁর মাকে ফোন করে ঘটনাটি জানিয়ে ওই বৃদ্ধাকে একটি কেক কিনে দেন। তবে বৃদ্ধা স্বাভাবিক ছিলেন। ছেলের ফোন পেয়ে ঘটনাটি থানার পুলিশ কর্তাদের জানান এবং পুলিশের গাড়ি নিয়ে দ্রুত সেখানে পৌঁছন। একজন অফিসার নিয়ে মহিলা পুলিশ কর্মী ঘটনাস্থলে আসেন।
পুলিশ ওই বৃদ্ধাকে উদ্ধার করে নিয়ে যায়। তাঁকে নানা কথা জিজ্ঞাসা করা হয়। এই বৃদ্ধা কোথা থেকে এলেন? কোথায় বাড়ি? কারা তাঁকে ফেলে রেখে গিয়েছে? বস্তাবন্দি করল কারা? এইসব প্রশ্ন জানার চেষ্টা করে পুলিশ। কিন্তু ওই বৃদ্ধার কথায় নানা অসংলগ্নতা পেয়েছে পুলিশ। ফলে বিস্তারিত তথ্য জানতে পারেনি পুলিশ।