টাইমস বাংলা ডেস্ক – পশ্চিমবঙ্গের রাজ্যপালেপ নয়া প্রধান সচিব হিসেবে নিযুক্ত হলেন আইএএস অফিসার নন্দিনী চক্রবর্তী। এর আগে রাজ্য সরকারের বিভিন্ন দফতরে সচিব হিসেবে দায়িত্বভার সামলেছেন নন্দিনী চক্রবর্তী। নবান্ন এবং রাজভবনের সমন্বয় বজায় রাখতেই নন্দিনীকে রাজ্যপালের সচিব করা হল বলে মনে করা হচ্ছে। এর আগে জগদীপ ধনখড় বাংলার রাজ্যপাল থাকাকালীন বহু বিষয়ে রাজ্য সরকারের সঙ্গে সংঘাত লেগে থাকত রাজভবনের। সেই সংঘাতের পুনরাবৃত্তি চাইছে না নবান্ন। এদিকে রাজ্যপালের অতিরিক্ত প্রধান সচিব পদে থাকা সুনীলকুমার গুপ্তকে উপরাষ্ট্রপতির সচিব করা হল।
পশ্চিমবঙ্গ ক্যাডারের ১৯৯৪ ব্যাচের আইএএস আধিকারিক নন্দিনী চক্রবর্তী রাজ্য সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলেছেন বিগত দিনে। এই আবহে নতুন রাজ্যপালের সঙ্গে রাজ্য সরকারের যাতে কোনও ক্ষেত্রে সংঘাত না তৈরি হয়, এর জন্যই নন্দিনী চক্রবর্তীর মতো অভিজ্ঞতা সম্পন্ন আধিকারিককে এই পদে বসানো হল।
এদিকে পশ্চিমবঙ্গের পরবর্তী রাজ্যপাল হিসেবে উঠে আসছে রাকেশ আস্থানার নাম। ১৯৮৪ ব্যাচের আইপিএস অফিসার রাকেশ আস্থানা নারকোটিকস কন্ট্রোল ব্যুরোর ডিজি হিসেবে অতিরিক্ত দায়িত্ব পালন করেছেন। ২০০২ সালে গোধরায় সবরমতী এক্সপ্রেসে অগ্নিকাণ্ডের মতো কিছু গুরুত্বপূর্ণ ঘটনার তদন্তের দায়িত্বে ছিলেন তিনি। আবার ১৯৯৭ সালে বিহারের পশু খাদ্য কেলেঙ্কারিতে প্রাক্তন মুখ্যমন্ত্রী লালু প্রসাদ যাদবকে তিনি গ্রেফতার করেছিলেন। তিনি অমিত সাহের ঘনিষ্ঠ হিসেবেও পরি।এদিকে কয়েকদিন আগেই ভারতের ১৪তম উপরাষ্ট্রপতি হিসাবে শপথ নিয়েছেন জগদীপ ধনখড়। এর আগে তিনি বাংলার রাজ্যপাল থাকাকালীন সুনীলকুমার গুপ্ত অতিরিক্ত সচিব ছিলেন রাজভবনের। এবার তাঁকে উপরাষ্ট্রপতির সচিব করা হল।