টাইমস বাংলা ডেস্ক – মহারাষ্ট্রের গোন্দিয়ায় ট্রেনের ৩টি বগি লাইনচ্যুত হয়ে ৫০ জনেরও বেশি লোক আহত হয়েছেন। এখনও পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী, বুধবার ভোররাত আড়াইটে নাগাদ এই দুর্ঘটনা ঘটে। এই ৫০ জনের মধ্যে ৪৯ জনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে। একজন গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে। এই দুর্ঘটনায় কোনও যাত্রীর মৃত্যু হয়নি। জানা গিয়েছে, ট্রেনটি ছত্তিশগড়ের বিলাসপুর থেকে রাজস্থানের যোধপুর যাচ্ছিল।
একটি পণ্যবাহী ট্রেন এবং যাত্রীবাহী ট্রেনের মধ্যে সংঘর্ষ হয়। সিগন্যাল সমস্যার কারণেই এই দুর্ঘটনাটি ঘটেছে বলে জানা গিয়েছে। চালক জরুরী ব্রেক প্রয়োগ করেছিলেন। কিন্তু পণ্যবাহী ট্রেনের সাথে সংঘর্ষ এড়াতে পারেননি। সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, রায়পুর থেকে নাগপুরগামী পণ্যবাহী ট্রেনটি পেছন থেকে আসা একটি যাত্রীবাহী ট্রেনের সঙ্গে ধাক্কা মারে। এর জেরেই এই দুর্ঘটনা।