টাইমস বাংলা ডেস্ক – স্থানীয় ক্রিকেটারদের শক্তিশালী পুল আগেই গড়ে নিয়েছিল ত্রিনবাগো নাইট রাইডার্স। এবার তিনজন বিদেশি ক্রিকেটারের কোটাও সম্পূর্ণ করল তারা। বিদেশি বাছাইয়ের ক্ষেত্রে বাকি দু’টি দল বার্বাডোজ রয়্যালস ও গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সকে টেক্কা দিল টিকেআর।
আসন্ন ওমেনস ক্যারিবিয়ান প্রিমিয়র লিগ ও দ্য সিক্সটির জন্য নিজেদের পূর্ণাঙ্গ স্কোয়াড ঘোষণা করল ত্রিনবাগো নাইট রাইডার্স। অভিন্ন স্কোয়াডের জন্য টিকেআর জালে তোলে দক্ষিণ আফ্রিকার মহিলা দলের ক্যাপ্টেন সুন লুসকে। সেই সঙ্গে তারা দলে নেয় নিউজিল্যান্ডের পেসার হেইলি জেনসেন এবং আমেরিকার গীতিকা কোদালিকে।
A big #TKR welcome to @SuneLuus @Jensen_Hayley & #GeetikaKodali as you join the terrific squad led by Captain @Dottin_5 & VC @14anisa. @TKRiders @CPL https://t.co/oIB1vEOwwz
— Venky Mysore (@VenkyMysore) August 16, 2022
ত্রিনবাগো নাইট রাইডার্স স্কোয়াড: দিয়েন্দ্রা ডটিন (ক্যাপ্টেন), আনিসা মহম্মদ (ভাইস ক্যাপ্টেন), হেইলি জেনসেন, সুন লাস, গীতিকা কোদালি, লি আন কারবি, কাইশোনা নাইট, কাইসিয়া নাইট, নতাশা ম্যাকলিন, শেনেটা গ্রিমন্ড, ক্যানেইসা আইজ্যাক, জানিলিয়া গ্লাসগো, স্টেফি সুগ্রিম ও শাউনিসা হেক্টর।