আজ ৭৬তম স্বাধীনতা দিবস। দেশজুড়ে উৎসবের মেজাজে পালিত হচ্ছে দিনটি। কড়া নিরাপত্তায় মুড়েছে রাজধানী দিল্লি-সহ দেশের একাধিক গুরুত্বপূর্ণ এলাকা। লালকেল্লায় জাতীয় পতাকা উত্তোলন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। জাতির উদ্দেশে ভাষণ দিলেন তিনি।
সকাল ১১.০৮: রেড রোডে আদিবাসী নৃত্য শিল্পীদের সঙ্গে পা মেলালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
#WATCH | West Bengal CM Mamata Banerjee joins the folk artists as they perform at the #IndependenceDay celebrations in Kolkata.#IndiaAt75 pic.twitter.com/9bvyxFm4qz
— ANI (@ANI) August 15, 2022
সকাল ১১.০৬: সিয়াচেন উড়ল তেরঙ্গা। হাড় কাঁপানো ঠাণ্ডায় দাঁড়িয়ে গাইলেন ভারতীয় সেনার জওয়ানরা গাইলেন জাতীয় সঙ্গীত।
#WATCH Indian Army troops recite the national anthem at the Siachen Glacier after unfurling the national flag on the occasion of the 76th Independence Day
(Source: Indian Army) pic.twitter.com/Dhd8JjiXDY
— ANI (@ANI) August 15, 2022
সকাল ১১.০৫: বামফ্রন্টে রাজ্যদপ্তরে জাতীয় পতাকা উত্তোলন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসুর।
সকাল ১১.০০: স্বাধীনতা দিবস উপলক্ষে কাশ্মীরের আরএস পুরা সেক্টরে ভারত-পাকিস্তান সীমান্তে বিএসএফ এবং পাক রেঞ্জার্সদের মধ্যে মিষ্টি বিনিময় হল।
Sweets were exchanged between BSF troops and Pakistan Rangers at International Border in J&K's RS Pura on #IndependenceDay#IndiaAt75 pic.twitter.com/6pW66HmJ90
— ANI (@ANI) August 15, 2022
সকাল ১০.৫৫: বাংলার সমস্ত কৃতী মানুষদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ট্যাবলো প্রদর্সিত হল।
সকাল ১০.৫০: ভারী বৃষ্টির মধ্যেই রেড রোডে নৃত্য প্রদর্শন করল স্কুল পড়ুয়ারা।
সকাল ১০.৪০: সাম্প্রদায়িক সম্প্রীতি, একতা নিয়েও প্রদর্শিত হল ট্যাবলো।
সকাল ১০.৩৩: প্রদর্শিত হচ্ছে স্বাস্থ্যসাথী, স্টুডেন্টস ক্রেডিট কার্ড, ঐক্যশ্রী, সবুজ সাথী প্রকল্পের ট্যাবলো।
সকাল ১০.৩২: দুয়ারে রেশন প্রকল্পের ট্যাবলোও রয়েছে রেড রোডে।
সকাল ১০.৩০: মহিলা ক্ষমতায়নের প্রতীক ‘লক্ষ্মীর ভাণ্ডার’ প্রকল্পের ট্যাবলোও প্রদর্শন করা হল।
সকাল ১০.২৮: মাটির সৃষ্টি প্রকল্পের ট্যাবলো প্রদর্শিত হল রেড রোডে।
সকাল ১০.২৬: বাংলার ১০০ বিপ্লবীর প্রতি শ্রদ্ধাজ্ঞাপন নব নালন্দা স্কুলের পড়ুয়াদের। প্রত্যেকের হাতে ছিল বিপ্লবীদের ছবি।
সকাল ১০.২০: রেড রোডের কুচকাওয়াজ দুর্গাপুজোর ট্যাবলো। সঙ্গে চলল মুখ্যমন্ত্রীর গাওয়া গান।
সকাল ১০.০১: রেড রোডে জাতীয় পতাকা উত্তোলন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। পতাকা উত্তোলনের সঙ্গে সঙ্গে হেলিকপ্টার থেকে হল পুষ্পবৃষ্টি।
সকাল ৯.৫৯: রেড রোডে স্বাধীনতা দিবস উদযাপন। নিরাপত্তার স্বার্থে ১৩টি জোনে ভাগে ভাগ করা হয়েছে রেড রোডকে। পুলিশ মেমোরিয়ালে শ্রদ্ধাজ্ঞাপন মুখ্যমন্ত্রীর। মুখ্যমন্ত্রীকে দেওয়া হল গার্ড অফ অনার।
সকাল ৯.৪০: মধ্যরাতেই দেশবাসীকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
সকাল ৯.০০: বহুদিনের রীতি ভাঙলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দেড় ঘণ্টার ভাষণে ব্যবহার করলেন না টেলি প্রম্পটার। বদলে কাগজ দেখে বক্তব্য রাখলেন তিনি।
সকাল ৮.৫৫: নয়া দেশ গড়ার স্বপ্ন দেখিয়ে ভাষণ শেষ করলেন প্রধানমন্ত্রী। প্রায় ১ ঘণ্টা ২২ মিনিট বক্তব্য রাখলেন তিনি।
সকাল ৮.৫১: লালকেল্লা থেকে ফের পরিবারতন্ত্রকে কটাক্ষ প্রধানমন্ত্রীর। বললেন, ‘ভাই-ভাতিজাতন্ত্র দেশের ক্ষতি করছে। দুর্নীতিকে ঘৃণা করলে তবেই দেশের উন্নয়ন সম্ভব।’
সকাল ৮.৪৭: খুব শীঘ্রই দেশে ৫জি পরিষেবা চালু হবে। লালকেল্লা থেকে ঘোষণা প্রধানমন্ত্রীর।
সকাল ৮.৪৩: দেশকে এগিয়ে নিয়ে যেতে নয়া স্লোগান প্রধানমন্ত্রীর। লাল বাহাদুর শাস্ত্রী এবং অটলবিহারী বাজপেয়ীর স্লোগান মিশিয়ে তৈরি করলেন, ‘জয় জওয়ান, জয় কিষান, জয় বিজ্ঞান, জয় অনুসন্ধান’। জোর দিলেন প্রতিযোগিতামূলক যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোয়।
We always remember Lal Bahadur Shastri ji's slogan of 'Jai Jawan, Jai Kisan'. Later, AB Vajpayee added 'Jai Vigyaan' to this slogan. Now, there is another necessity to add – 'Jai Anusandhan' (research & innovation). Jai Jawan, Jai Kisan, Jai Vigyaan aur Jai Anusandhan: PM Modi pic.twitter.com/fQgljfzJ3W
— ANI (@ANI) August 15, 2022
সকাল ৮.৩২: দিনে-দিনে ভারত উৎপাদন ক্ষেত্রে পরিণত হচ্ছে। কমছে আমদানি। বলছেন প্রধানমন্ত্রী।
সকাল ৮.২৬: লালকেল্লা থেকে আত্মনির্ভর ভারতে জোর মোদির।
সকাল ৮.২২: মহিলা-পুরুষ সমানাধিক না পেলে অগ্রগতি সম্ভব নয়। একতা সম্ভব নয়। নারীকে অপমান করব না, এই সংকল্প নিতে হবে।
সকাল ৮.১৫: নাগপুরে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সদরদপ্তরে জাতীয় পতাকা তুললেন আরএসএস প্রধান মোহন ভাগবত।
#WATCH | Maharashtra: RSS chief Mohan Bhagwat hoists the tricolour at RSS Headquarters in Nagpur. #IndiaAt75 pic.twitter.com/2UhCyEmwWU
— ANI (@ANI) August 15, 2022
সকাল ৮.১৩: কোভিডকালে ভারত দৃষ্টান্ত স্থাপন করেছে।
সকাল ৮.০৯: বিকশিত ভারতের সংকল্প নিয়ে চলতে হবে। বলছেন প্রধানমন্ত্রী।
সকাল ৮.০৪: আগামী ২৫ বছরের জন্য পঞ্চ সংকল্প প্রধানমন্ত্রীর। এক, বিকশিত ভারত। দুই, দাসত্ব থেকে মুক্তি। তিন. উত্তরাধিকার নিয়ে গর্ব। চতুর্থ, ঐক্য। পঞ্চম, নাগরিক কর্তব্য।
সকাল ৭.৪৬: স্বাধীনতার জন্য আত্মবলিদান দিয়েছেন যাঁরা, তাঁদের স্বপ্নপূরণের সময়: প্রধানমন্ত্রী।
সকাল ৭.৪১: প্রধানমন্ত্রী ভাষণে উঠে এল সিধো-কানহু, বীরসা মুণ্ডাদের কথা। বললেন. “স্বাধীনতার লড়াইয়ে আদিবাসী সমাজের অবদান ভোলা যায় না।”
সকাল ৭.৪০: স্বাধীনতা আন্দোলনে অবদানের জন্য মহাত্মা গান্ধী, নেতাজি সুভাষচন্দ্র বসু, বি আর আম্বেদকরের সঙ্গে বীর সাভারকরকে এক আসনে বসালেন প্রধানমন্ত্রী।
The citizens are thankful to Bapu, Netaji Subhash Chandra Bose, Babasaheb Ambedkar, Veer Savarkar who gave their lives on the path of duty. Kartvya path hi unka jeevan path raha: Prime Minister Narendra Modi at Red Fort #IndiaAt75 pic.twitter.com/rHuTSeFrr5
— ANI (@ANI) August 15, 2022
সকাল ৭.৩৮: স্বাধীনতার জন্য লড়াই করা বিপ্লবীদের উদ্দেশে শ্রদ্ধাজ্ঞাপন প্রধানমন্ত্রীর।
#WATCH Live: Prime Minister Narendra Modi addresses the nation from the ramparts of the Red Fort on #IndependenceDay (Source: DD National)
— ANI (@ANI) August 15, 2022