টাইমস বাংলা ডেস্ক – করোনা পরিস্থিতির কারণে রেড রোডে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারেনি স্কুলের পড়ুয়ারা। এ বছর করোনার দাপট অনেকটাই কম। তাই এ বছর রেড রোডে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে আবার অংশগ্রহণ করতে চলেছে পড়ুয়ারা। শিক্ষা দফতর সূত্রে জানা গিয়েছে, এই বছর সব মিলিয়ে শহরের ৩০ টি স্কুলের পড়ুয়ারা রেড রোডের স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে থাকতে পারবে। যার মধ্যে অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারবে আটটি স্কুলের পড়ুয়া। এই অনুষ্ঠানকে ঘিরে পড়ুয়াদের মধ্যে ব্যাপক উৎসাহ তৈরি হয়েছে।
গত কয়েকদিন ধরে ১৫ আগস্টের মহড়া চলছে। রাখি বন্ধন উৎসবে ছুটি থাকলেও স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে যারা অংশগ্রহণ করবে তারা মহড়ায় গিয়েছিল। বাকি ২২টি স্কুলের পড়ুয়ারা দর্শক হিসেবে অনুষ্ঠানে উপস্থিত থাকবে। শিক্ষা দফতরের একটি ট্যাবলোও থাকবে। কন্যাশ্রী-সহ শিক্ষা দফতরের বিভিন্ন প্রকল্প সেখানে তুলে ধরবেন পড়ুয়ারা। শিক্ষা দফতর সূত্রে জানা গিয়েছে, এর মধ্যে কয়েকটি স্কুল থেকে ৫০ জন পড়ুয়া এবং পাঁচ জন করে শিক্ষিক যাবেন। বেশ কিছু স্কুল থেকে ১০০ জন করে পড়ুয়া এবং ১০ জন করে শিক্ষক রেড রোডের অনুষ্ঠানে যাবেন।
কলকাতার যোধপুর পার্ক বয়েজ স্কুলের ৪০ জন পড়ুয়া সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করবে। এই স্কুলের প্রধান শিক্ষক অমিত সেন মজুমদার জানান, দু বছর পর স্কুল স্বাভাবিক ছন্দে ফিরেছে। ফলে রেড রোডের অনুষ্ঠানে ছাত্ররা অংশগ্রহণ করতে পারায় সকলেই খুশি।
সাখাওয়াত মেমোরিয়াল গার্লস হাইস্কুলের পড়ুয়ারাও এই অনুষ্ঠানে অংশগ্রহণ করবে। এই স্কুলের প্রধান শিক্ষক পাপিয়া নাগ বলেন, এই স্কুল থেকে ৬৬ জন পড়ুয়া রেড রোডের অনুষ্ঠানে যাবে। তার মধ্যে চারজন শিক্ষা দফতরের ট্যাবলোয় থাকবে। বাকিরা দর্শক হিসেবে থাকবে। এছাড়াও এই স্কুল থেকে ১০ জন শিক্ষক যাবেন। সব মিলিয়ে আগামী কাল সকালে রেড রোডে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানকে ঘিরে পড়ুয়াদের মধ্যে উদ্দীপনা তুঙ্গে।