টাইমস বাংলা ডেস্ক – পাকিস্তানের ৭৫তম স্বাধীনতা দিবসে নাগরিক সম্মানে ভূষিত হলেন বাবর আজম। বাবরের পাশাপাশি নাগরিক সম্মান উঠেছে পাকিস্তানের মহিলা ক্রিকেট দলের ক্যাপ্টেন বিসমাহ মারুফের হাতেও। এছাড়া পাকিস্তানের দৃষ্টিহীন ক্রিকেটার মাসুদ জানকেও ভূষিত করা হয়েছে অসামরিক সম্মানে।
পাক দলনায়ক বাবর আজম পেয়েছেন সিতারা-ই-পাকিস্তান পুরস্কার। মারুফের হাতে উঠেছে তমঘা-ই-পাকিস্তান পুরস্কার। মাসুদকে সম্মানিত করা হয়েছে প্রাইড অফ পারফর্ম্যান্স পুরস্কারে।