টাইমস বাংলা ডেস্ক – শুক্রবার নিউ ইয়র্কে এক অনুষ্ঠানের আগে হামলা করা হয় বিশিষ্ট লেখক সলমন রুশদির উপর। এরপরই গুরুতর অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয় সলমনকে। ভারতীয় বংশোদ্ভূত এই লেখকের শারীরিক অবস্থা সম্পর্কে জানিয়েছেন তাঁর এজেন্ট। জানা গিয়েছে, সলমনের ঘাড়ে ছুরিকাঘাত করা হয়েছিল। আরও জানা গিয়েছে, কয়েক ঘন্টা অস্ত্রোপচারের পর রুশদি আপাতত ভেন্টিলেটরে।
রুশদির এজেন্ট অ্যান্ড্রু ওয়াইলি একটি লিখিত বিবৃতিতে জানিয়েছেন, সলমন সম্ভবত একটি চোখ হারাবেন; তাঁর হাতের স্নায়ু বিচ্ছিন্ন হয়ে গিয়েছে; এবং ছুরিকাঘাতে তাঁর লিভার ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে চিকিৎসকরা আপাতত মনে করছেন, রুশদির আঘাত গুরুতর হলেও তা নিরাময়যোগ্য। যদিও ভবিষ্যতে তাঁর শারীরিক অবস্থা নিয়ে এখনই কিছু বলা
রিপোর্ট অনুযায়ী, পশ্চিম নিউ ইয়র্কের একটি কাউন্টিতে ভাষণ দেওয়ার কথা ছিল রুশদির। পরিচিতি দেওয়ার সময় এক ব্যক্তি মঞ্চে উঠে পড়েন। এরপরই লেখককে ঘুষি মেরে তাঁকে ছুরি দিয়ে কোপানো হতে থাকে। রিপোর্ট অনুযায়ী, ১০ থেকে ১৫ বার সলমনের শরীরের বিভিন্ন অংশে আঘাত করে হামলাকারী। এর জেরে মুখ থেকে শুরু করে সলমনের পেটের বিভিন্ন অংশে ক্ষত রয়েছে।
প্রসঙ্গত, ১৯৮৮ সাল থেকে ইরানে নিষিদ্ধ আছে রুশদির লেখা ‘দ্য স্যাটানিক ভার্সেস’। একাধিক মুসলিম সংগঠনের দাবি, ইসলাম ধর্মের বিরুদ্ধে কথা বলেন সলমন। পরে ১৯৮৯ সালে ইরানের নেতা আয়াতোল্লাহ খামেনেই ‘ফতোয়া’ জারি করেছিল। রুশদিকে হত্যার ডাক দিয়েছিল। খামেনেই বলেছিল, যে সলমনকে হত্যা করবে তাঁকে তিন বিলিয়ন মার্কিন ডলার দেওয়া হবে। পরে সেই পরিমাণ আরও বাড়ানো হয়েছিল ২০১২ সালে। যদিও নিজের উপর কোনও ধরনের হুমকির কথা অস্বীকার করেন তিনি।