টাইমস বাংলা ডেস্ক – অনুব্রত মণ্ডল গ্রেফতার হতেই এখন অক্সিজেন পেয়েছে বিরোধীরা। বাম–বিজেপির ঐক্য দেখা গিয়েছে খোদ আসানসোলে। আজ, শনিবার নিউটাউন ইকোপার্কে প্রাতঃভ্রমণ করতে আসেন বিজেপির সর্বভারতীয় সহ–সভাপতি তথা সাংসদ দিলীপ ঘোষ। সেখানে বিএসএফের পক্ষ থেকে হর ঘর তিরঙ্গা উপলক্ষ্যে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানেই অনুব্রত মণ্ডল ইস্যুতে কড়া প্রতিক্রিয়া দেন তিনি।
তৃণমূল কংগ্রেসের একটি সংগঠন বিজেপির হেড অফিস ঘেরাও করবে। এই বিষয়টি তাঁর সামনে তুলে ধরা হয়। তখন দিলীপ ঘোষ বলেন, ‘ওইটুকুই করতে পারবে। সুদীপ দাকে যখন নিয়ে গিয়েছিল তখন পরেশ পাল আমাদের বাড়িতে ঢিল মেরেছিল। ওদের দৌড় এইটুকুই। যারা আসছে ছেলেপুলেরা তাদেরকে বলছি চোর–ডাকাতের পিছনে যাবেন না। নিজের ভবিষ্যৎ এবং বাংলার ভবিষ্যৎ নষ্ট করবেন না। তাহলে লোকেরা আপনাকেও জুতো নিয়ে তারা করবে। সমস্ত পার্টিটা দুর্নীতিতে ছেয়ে গিয়েছে। দুর্নীতির দল হয়ে গিয়েছে তাদের কথা কে শুনবে।’
কাঁথিতে শুভেন্দু অধিকারী হর ঘর তিরাঙ্গা মিছিলে বাধা দেওয়া হয়েছে। তাই তিনি অমিত শাহকে নালিশ করেছেন। এই বিষয়ে তিনি বলেন, ‘আমি জানি না কেন বাধা দিচ্ছে। এরা খালি দুর্নীতিগ্রস্ত নয়, দেশ বিরোধীও বটে। সারা ভারতবর্ষ জুড়ে তিরঙ্গা যাত্রা হচ্ছে, বাংলাতেও হবে। ওরা যদি মনে করে বাধা দিয়ে আটকে দেবে তাহলে ভুল ভাবছে। কাশ্মীর যদি ঠান্ডা হয়ে থাকে বাংলাকেও ঠান্ডা করতে খুব বেশিদিন লাগবে না। পার্টিটাই উঠে যাবে সরকার পড়ে যাবে।’
অনুব্রত মণ্ডলের গ্রেফতার নিয়ে দিলীপ ঘোষ বলেন, ‘বীরভূমের তৃণমূল নেতারা বিরোধীদের মাজা ভেঙে দেওয়ার হুমকি দিচ্ছে। কে কার মাজা ভাঙে দেখা যাবে। পার্টিরই মাজা ভেঙে যাচ্ছে, মানুষের করবে কি। মানুষকে অত্যাচার করেছিল বলেই মানুষ আজ রাস্তায় দাঁড়িয়ে গরু চোর গরু চোর বলছে। দেখুন আমাদের রামায়ণে আছে রত্না কর যখন দস্যু ছিল মানুষকে হত্যা করে পরিবার চালাত। তখন ব্রহ্মা বিষ্ণুরা এসে বলেছিল তুমি পাপ করেছ, তোমার পাপের ভাগী কে হবে? তোমার পাপের ভাগ কি পরিবার নেবে? পরিবার বলেছিল, আমাদের পোষার দায়িত্ব তোমার। তার পরিবারই তার পাপের ভাগ নেয়নি। আর এতো কোথাকার কে অনুব্রত মণ্ডল। চুরি করেছেন বাড়ি ঘর করেছেন, মিল করেছেন, কলেজ করেছেন— তার পাপের ভাগ কে নেবে? তার পরিবারই নেবে না। পার্টি তো নেবেই না।’