টাইমস বাংলা ডেস্ক –
ন্যাশনাল ক্যানসার ইনস্টিটিউটের গবেষকরা জানিয়েছেন বায়োলজিক্যাল বৈষম্যের কারণে পুরুষদের ক্যানসার হওয়ার আশঙ্কা বেশি। গবেষণায় এটা দেখা গিয়েছে যে ক্যানসার প্রতিরোধ এবং চিকিৎসার জন্য লিঙ্গ ভিত্তিক বৈষম্যের কারণগুলো জানা উচিত। এটা জরুরি।
ইউএস সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের রিপোর্ট অনুযায়ী ২০১৯ সালে পুরুষদের ক্যানসারের মোট ৮, ৮৮, ০০০টি নতুন কেস ধরা পড়েছিল, আর সেক্ষেত্রে মহিলাদের মাত্র ৮, ৬৩, ০০০টি কেস।
ন্যাশনাল ক্যানসার ইনস্টিটিউট এর চিকিৎসক তথা গবেষক ডক্টর সারা জ্যাকসন জানিয়েছেন তাঁদের গবেষণা থেকে এটা স্পষ্ট যে এই বৈষম্যের কারণগুলো শুধুমাত্র পরিবেশগত এক্সপোজার দিয়ে ব্যাখ্যা করা যায় না, এর মধ্যে অভ্যন্তরীণ জৈবিক পার্থক্য রয়েছে যা ক্যানসারের আশঙ্কা বাড়িয়ে দেয়।
এই গবেষণাটির জন্য গবেষকরা ১, ৭১, ২৭৪ জন পুরুষ এবং ১, ২২, ৮২৫ জন মহিলা ডায়েট এবং স্বাস্থ্যের গবেষণা করা হয়েছে যাঁদের বয়স ৫০ থেকে ৭১ বছরের মধ্যে। এঁদের ১৯৯৫ থেকে ২০১১ পর্যন্ত ডেটা সংগ্রহ করে তার ভিত্তিতে গবেষণা করা হয়েছে। এছাড়া তাঁরা ২১টি আলাদা ক্যানসার সাইট থেকেও একই রকম তথ্য পেয়েছে।