টাইমস বাংলা ডেস্ক -রাজ্য সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা মিটিয়ে দেওয়ার জন্য সময়সীমা বেঁধে দিয়েছিল হাই কোর্ট। তবে সেই সময়সীমা প্রায় পার হতে চললেও এখনও বকেয়া মেটায়নি সরকার। এদিকে বকেয়া মেটানোর টাকা কোথা থেকে আসবে, তা নিয়ে চিন্তায় নবান্ন। এই আবহে রাজ্য সরকারের পরবর্তী পদক্ষেপ নিয়ে ক্রমেই ধোঁয়াশা বাড়ছে।
জানা গিয়েছে, মহার্ঘ ভাতা ইস্যুতে আইনি পরামর্শ নিচ্ছে রাজ্যের তৃণমূল সরকার। যদিও সরকারের পরবর্তী পদক্ষেপ নিয়ে এখনও স্পষ্ট ধারণা নেই কর্মচারী মহলের। হিসেব মতো বকেয়া ৩১% ডিএ মেটাতে সরকারকে খরচ করতে হবে প্রায় ২৩ হাজার কোটি টাকা।
বর্তমানে কোষাগারের যা হাল, তাতে বকেয়া ডিএ মেটানো প্রায় অসম্ভব বলে মত সরকারি মহলের। এদিকে বেঁধে দেওয়া সময়সীমার মধ্যে বকেয়া মেটাতে না পারলে আদালত অবমাননার মামলা হতে পারে রাজ্যের বিরুদ্ধে। এই পরিস্থিতিতে একটি মধ্যবর্তী পথের খোঁজে রাজ্য সরকার।
এদিকে এই অবস্থায় মামলাকারী সংগঠন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ চিঠি দিয়ে জানিয়েছে যে তারা রাজ্য সরকারের সঙ্গে সহযোগিতা করতে প্রস্তুত। রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী এবং অর্থসচিব মনোজ পন্থকে চিঠি দিয়েছে কনফেডারেশন। উল্লেখ্য, আগামী ১৯ অগস্টের মধ্যে রাজ্য সরকারকে ডিএ নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করতে হবে হাই কোর্টের নির্দেশ অনুযায়ী।
এদিকে রাজ্য সরকার হাই কোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যেতে পারে বলে মনে করা হচ্ছে। এই আন্দাজ করে আগে থেকেই শীর্ষ আদালতে ক্যাভিয়েট দাখিল করে রেখেছে মামলাকারী সংগঠন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ।