টাইমস বাংলা ডেস্ক -হাতের নাগালে ছিল ম্যাচ। অস্ট্রেলিয়ার মতো শক্তিশালী ব্যাটিং লাইনআপকে ১৬১ রানে বেঁধে রাখা যথেষ্ট কৃতিত্বের। দরকার ছিল ঠান্ডা মাথায় রান তাড়া করার। তবে সেই কাজটাই করতে পারেনি ভারতের মহিলা ক্রিকেট দল। ফলে কার্যত জেতা ম্যাচ মাঠে ফেলে আসতে হয় হরমনপ্রীত কউরদের।
হঠকারীর মতো উইকেট ছুঁড়ে দিয়ে আসেন ভারতের একের পর এক ব্যাটার। সেকারণেই জয়ের কাছে গিয়েও থেমে যেতে হয় ভারতকে।
এজবাস্টনে ভারতের রুপো জয়ের জন্য বর্তমান ও প্রাক্তন ক্রিকেটাররা যেখানে অভিনন্দন জানাচ্ছেন হরমনপ্রীতদের, টিম ইন্ডিয়ার প্রাক্তন অধিনায়ক মহম্মদ আহজারউদ্দিন সেখানে তুলোধনা করলেন ভারতীয় দলের। সোশ্যাল মিডিয়ায় চাঁচা-ছোলা ভাষায় তিনি নিজের ক্ষোভ উগড়ে গেন। মন্ধনাদের ব্যাটিং দেখে ক্ষুব্ধ আজহার বলেই বসেন যে, কোনও কমনসেন্সেই নেই হরমনপ্রীতদের।
Rubbish batting by the Indian team. No common sense. Gave away a winning game on a platter. #INDvsAUS #WomensCricket #CWG22
— Mohammed Azharuddin (@azharflicks) August 7, 2022
প্রাক্তন ভারত অধিনায়ক টুইট করেন, ‘ভারতীয় দলের জঘন্য ব্যাটিং। সাধারণ জ্ঞানটুকুও নেই। একটা জেতা ম্যাচ উপহার দিয়ে এসেছে।’