টাইমস বাংলা ডেস্ক -শনিবার যে নিম্নচাপ বঙ্গোপসাগরের ওপর তৈরি হয়েছিল তার বর্তমান অবস্থান বঙ্গোপসাগর সংলগ্ন ওড়িশা উপকূলে। এই নিম্নচাপের শক্তি ইতিমধ্যে বৃদ্ধি পেয়েছে। আগামী ৪৮ ঘণ্টায় এটি আরও শক্তি বাড়িয়ে উত্তর পশ্চিম দিকে অগ্রসর হবে।
সোমবার সকাল থেকেই পূর্ব মেদিনীপুর জেলার সমুদ্র সৈকত দিঘাতে প্রশাসনের তরফে মাইকিং চলছে। পর্যটকদের কোমর জলের বেশি সমুদ্রে নামতে বারণ করা হচ্ছে। যত্রতত্র সমুদ্র স্নান করা যাবে না, প্রশাসনের ঠিক করে দেওয়া নির্দিষ্ট জায়গায় স্নানে নামতে হবে।
নিম্নচাপের প্রভাবে ৯, ১০ এবং ১১ অগস্ট দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে। দুই চব্বিশ পরগনা, দুই মেদিনীপুর, কলকাতা, ঝাড়গ্রাম এই জেলাগুলোতে ভারী বৃষ্টি হবে। বুধবার ১০ অগাস্ট ভারী-অতি ভারী বৃষ্টি প্রায় ২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে। ওড়িশা উপকূলেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
মৎস্যজীবিদের ১১ তারিখ পর্যন্ত সমুদ্র যেতে মানা করা হয়েছে। উপকূলে জেলাগুলোতে হাওয়ার গতিবেগ থাকবে ৫০ থেকে ৬০ কিলোমিটার প্রতি ঘণ্টা। দিঘা, মন্দারমনি, তাজপুর, বকখালির সমুদ্রে পর্যটকদের নামতে নিষেধ করা হয়েছে।