টাইমস বাংলা ডেস্ক – প্রদর্শনী ম্যাচ হলেও দুই দলই মাঠে নিজেদের সেরাটা দিল। আর তাতেই জমে গেল মরশুমের প্রথম মিনি ডার্বি।নৈহাটিতে প্রদর্শনী ম্যাচে এটিকে মোহনবাগানের মুখোমুখি হয়েছিল মহমেডান স্পোর্টিং। মরশুমের শুরুতেই এই মিনি ডার্বি দেখতে নৈহাটির স্টেডিয়াম ভরিয়েছিলেন সমর্থকরা। এদিনের ম্যাচে ২-১ ব্যবধানে সাদা কালো ব্রিগেডকে হারিয়ে দিল সবুজ মেরুন বাহিনী। মরশুমের প্রথম মিনি ডার্বিতে জিতল এটিকে মোহনবাগান। এদিনের ম্যাচে জোড়া গোল করলেন জনি কাউকো। মহমেডানের হয়ে একমাত্র গোলটি করলেন অভিষেক হালদার।
সাদা কালো ব্রিগেডের বিরুদ্ধে খেলা সবসময়ই উত্তেজনাপূর্ণ। নৈহাটি গোল্ড কাপ উপলক্ষে শনিবার একটি প্রদর্শনী ম্যাচের আয়োজন করা হয়েছিল। নৈহাটি স্টেডিয়ামের নৈশালোকের আলোয় হল ৯০ মিনিটের হাড্ডাহাড্ডি লড়াই দেখল নৈহাটির মানুষ। করোনার জন্য এক বছর বন্ধ ছিল কলকাতা লিগ। আর গতবছর খেলেনি মোহনবাগান। সুতরাং দুই বছর পর মুখোমুখি হল ময়দানের দুই প্রধান। পূর্ণশক্তি নিয়েই নেমেছিল সবুজ মেরুন ব্রিগেড। ফ্লোরেন্টিন পোগবাকেও নামান ফেরান্দো। এদিন ঘুরিয়ে ফিরিয়ে ২০ জন ফুটবলারকেই খেলালেন এটিকে মোহনবাগানের কোচ। মহমেডান কোচও তরুণদের সুযোগ দিলেন।
দুই দলই প্রস্তুতি ম্যাচের অংশ হিসাবে এই দিনের ম্যাচে অংশ নিয়েছিল। দুই প্রধানের ম্যাচ নিয়ে নৈহাটিতে আগ্রহও ছিল তুঙ্গে।ম্যাচের প্রথমদিকে দাপট ছিল সাদা কালোর। প্রথমার্ধে আক্রমণ বেশি ছিল মহমেডানেরই। নতুন বিদেশি ওউসমানে এনদিয়ায়ে এবং নুরুদ্দিনকে নিয়ে শুরু করে সাদা-কালো ব্রিগেড। আক্রমণও বেশি ছিল চের্নিশভের দলের। আক্রমণের ফলও পায় তারা। ম্যাচের ৪০ মিনিটে শেখ ফৈয়াজকে বক্সের মধ্যে ফাউল করায় পেনাল্টি পায় মহমেডান। পেনাল্টি থেকে মহমেডানকে এগিয়ে দেন অভিষেক হালদার। প্রথমার্ধে আরও বেশ কিছু সুযোগ এসেছিল মহমেডানের। প্রথমার্ধে একাধিক সুযোগ নষ্ট না করলে গোল ব্যবধান আরও বাড়তে পারত।
দ্বিতীয়ার্ধে এটিকে মোহনবাগান ম্যাচে ফেরে। বিরতির পর ম্যাচে ফেরার চেষ্টা করে এটিকে মোহনবাগান। ৬৮ মিনিটে পেনাল্টি থেকে সমতা ফেরান জনি কাউকো।৬৮ মিনিটে ফারদিন আলি মোল্লাকে বক্সের মধ্যে ফাউল করা হয়। জনি কাউকো পেনাল্টি থেকে সমতা ফেরান। একটা সময় মনে হচ্ছিল ম্যাচ ড্র হবে। কিন্তু এদিনের ম্যাচে জয়সূচক গোলটি করেন ডনি কাউকো। ম্যাচের অতিরিক্ত সময়ে ম্যাচের একেবারে শেষ মুহূর্তে ফ্রিকিক থেকে গোল করে এটিকে মোহনবাগানকে জিতিয়ে দেন জনি কাউকো।তাঁর জোড়া গোলে মরশুমের প্রথম মিনি ডার্বিতে মহমেডান স্পোর্টিংকে ২-১ গোলে হারাল এটিকে মোহনবাগান।