টাইমস বাংলা ডেস্ক -যেদিন বউভাত ছিল সেদিন আত্মঘাতী হলেন যুবক। এই ঘটনায় একদিকে যেমন শোকের ছায়া নেমে এসেছে তেমন চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। নদিয়ার নাকাশিপাড়া থানার গাছা গ্রামে এই ঘটনাই এখন চর্চার কেন্দ্রবিন্দুতে। শনিবার এই যুবককে বাড়ি থেকে কিছুটা দূরে বাগানে ঝুলন্ত অবস্থায় দেখতে পাওয়া যায়। কিন্তু কেন এমন ঘটল? তা স্পষ্ট নয়।
স্থানীয় সূত্রে খবর, আত্মঘাতী যুবকের নাম অসিত ঘোষ (২৭)। এই গ্রামেই বাড়ি। অসিত কাঠের মিলে কাজ করতেন। বৃহস্পতিবার অসিত ঘোষের বিয়ে হয়। স্ত্রীর বাপের বাড়ি বেথুয়াডহরি এলাকায়। বিয়ে করে নববধূকে বাড়িতে নিয়ে এসেছিলেন অসিত। শনিবার ছিল বউভাত। কিন্তু সেদিনই অসিত নিখোঁজ হয়ে যান। পরে বিস্তর খোঁজাখুঁজির পর বাড়ি থেকে কিছুটা দূরে চাষের জমির পাশে বাগানে ঝুলন্ত অবস্থায় অসিত ঘোষের দেহ উদ্ধার হয়।
পরিবার সূত্রে খবর, বউভাতের দিন যখন সবাই ব্যস্ত তখনই নিখোঁজ হয়ে যায় অসিত। তার বেশ কিছুক্ষণ পর ঝুলন্ত দেহ মেলে। সবাই কান্নায় ভেঙে পড়েছেন। মাঠের পাশে একটি বাগানের মধ্যে ঝুলন্ত অবস্থায় অসিতকে দেখতে পাওয়া যায়। পারিবারিক কোন অশান্তিও ছিল না। দেনাও ছিল না। তার পরেও কেন এমন ঘটল? বোঝা যাচ্ছে না।
সূত্রের খবর, অসিত অন্য একজনকে ভালবাসত। আর বাড়ি থেকে দেখে এই মেয়ের সঙ্গে বিয়ে দেওয়া হয়। কিন্তু সেটা পরিবারকে জানাতে পারেনি অসিত। তাই নিজেই আত্মহত্যার পথ বেছে নেন ওই যুবক। মানসিক অবসাদে অসিত এই সিদ্ধান্ত নিলেন কিনা সেটা খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ দেহটি ময়নাতদন্তে পাঠিয়েছে। তবে আত্মহত্যার প্রকৃত কারণ জানা যায়নি।