টাইমস বাংলা ডেস্ক – জগদীপ ধনখড় নাকি মার্গারেট আলভা – কে হবেন ভারতের ১৪ তম উপ-রাষ্ট্রপতি? শুরু হল ভাগ্য নির্ধারণের প্রক্রিয়া। সকাল ১০ টা থেকে ভোটগ্রহণ শুরু হল। বিকেল পাঁচটা পর্যন্ত ভোটদান প্রক্রিয়া চলবে। আজই ফলাফল ঘোষণা করা হবে।
#WATCH | Delhi: Opposition's Vice Presidential candidate Margaret Alva arrives at the Parliament. Voting is underway for the VP polls today. pic.twitter.com/CcBLuzzw49
— ANI (@ANI) August 6, 2022
উপ-রাষ্ট্রপতি নির্বাচনে একেবারে শুরুতেই ভোট দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
#WATCH | Delhi: Prime Minister Narendra Modi casts his vote for the Vice Presidential election, at the Parliament pic.twitter.com/cJWlgGHea7
— ANI (@ANI) August 6, 2022
পাশাপাশি উপ-রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিতে সংসদ ভবনে এলেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং। হুইলচেয়ারে বসে ভোট দিতে এলেন।
সংসদের উভয় কক্ষের (লোকসভা এবং রাজ্যসভা) সদস্যরা উপ-রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেন। রাষ্ট্রপতি নির্বাচনের মতো উপ-রাষ্ট্রপতি নির্বাচনে রাজ্য বিধানসভার সদস্যরা ভোট দেন না।
রাজ্যসভা: নির্বাচিত – ২৩৩, মনোনীত – ১২।
লোকসভা: নির্বাচিত – ৫৪৩, মনোনীত – ২।
মোট: ৭৯০।