টাইমস বাংলা ডেস্ক -বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমসের ভারোত্তলন থেকে ফের পদক জিতল ভারত। মীরাবাইদের সাফল্যের ধারা বজায় রেখে মেয়েদের ৭১ কেজি বিভাগে দেশকে ব্রোঞ্জ পদক এনে দিলেন হরজিন্দর কউর।
পাশাপাশি মেয়েদের ৪৮ কেজি বিভাগে সুশীলা দেবীর রুপো জয়ের রেশ কাটতে না কাটতে ফের জুডো থেকে পদক জিতল ভারত। এবার ছেলেদের ৬০ কেজি বিভাগে ব্রোঞ্জ জিতলেন বিজয় কুমার যাদব।
ক্লিন অ্যান্ড জার্কে ভারতীয় তারকা প্রথম প্রচেষ্টায় ১১৩ কেজি ভার তোলেন। দ্বিতীয় প্রচেষ্টায় ১১৬ কেজি এবং তৃতীয় প্রচেষ্টায় ১১৯ কেজি ভার তোলেন হরজিন্দর। অর্থাৎ, ক্লিন অ্যান্ড জার্কে তাঁর সেরা পারফর্ম্যান্স ১১৯ কেজি।
সুতরাং স্ন্যাচ ও ক্লিন অ্যান্ড জার্ক মিলিয়ে মোট ২১২ কেজি ভার তুলে পোডিয়াম ফিনিশ করেন হরজিন্দর। এই ইভেন্টে ২২৯ কেজি ভার তুলে সোনা জেতেন ইংল্যান্ডের সারা ডেভিস। কানাডার অ্যালেক্সিস ২১৪ কেজি ভার তুলে রুপো জেতেন।
অন্যদিকে অচিন্ত্য শিউলির সোনা জয়ের পর প্রণতি নায়েককে ঘিরে বাংলার প্রত্যাশা ছিল আকাশছোঁয়া। কিন্তু সোমবার আর্টিস্টিক জিমন্য়াস্টিক্সের ভল্ট ইভেন্টের ফাইনালে পাঁচে শেষ করেন প্রণতি। সেই সঙ্গেই শেষ হয়ে যায় তাঁর পদক জয়ের স্বপ্ন।
মেদিনীপুরের পিংলার মেয়ে আর্টিস্টিক জিমন্য়াস্টিক্সের ভল্ট ইভেন্টে তৃতীয় স্থানে ১৩.২৭৫ স্কোর করে কোয়ালিফাই করেছিলেন। কিন্তু ফাইনালে ১২.৬৯৯ পয়েন্ট আসে তাঁর ঝুলিতে। তিনি পাঁচে শেষ করেন।