টাইমস বাংলা ডেস্ক -মার্কিন গুপ্তচর সংস্থা সিআইএ-র ড্রোন হামলায় নিহত আল কায়দা প্রধান আয়মান আল-জাওয়াহিরি। প্রসঙ্গত, এই আয়মান আল-জাওয়াহিরি ৯/১১ হামলার অন্যতম চক্রী ছিল। জানা গিয়েছে, কাবুলে মার্কিন ড্রোন হামলায় নিকেশ হয় এই জঙ্গি নেতা। আল কায়দা প্রধানের মৃত্যুর খবর দেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন নিজে। বাইডেন একটি টুইটের মাধ্যমে আয়মাল আল-জাওয়াহিরির মৃত্যুর খবর প্রকাশ করেন গোটা বিশ্বের সামনে। ২০১১ সালে লাদেনের মৃত্যুর পর এই ঘটনা আল কায়দার কাছে সবচেয়ে বড় ধাক্কা।
টুইট করে বাইডেন লিখেছেন, ‘শনিবার কাবুলে ড্রোন অভিযান চালায় আমেরিকা। সেই অভিযানে নিহত হয়েছে আল কায়দা প্রধান।’ মার্কিন প্রেসিডেন্ট আরও লেখেন, ‘কত দেরি হল, সেটা বড় কথা নয়, কোথায় লুকিয়ে থাকার চেষ্টা করেছিলে, তাতে কোনও তফাৎ পড়ে না। আমরা ঠিক খুঁজে বার করে খতম করবই।’ টুইট বার্তায় বাইডেন দাবি করেন, ‘ন্যায়বিচার হয়েছে।’