টাইমস বাংলা ডেস্ক -ভারী বৃষ্টিপাত হচ্ছে উত্তরবঙ্গে। এরই সঙ্গে গতকাল গভীর রাতে কেঁপে ওঠে উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকা। ভূমিকম্পের তীব্রতা বেশি না থাকলেও কম্পনে আতঙ্কিত হন উত্তরবঙ্গবাসী। জানা গিয়েছে, রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৪.৭। তবে ঘটনায় সকাল পর্যন্ত কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। ভারী বৃষ্টির জেরে এমনিতেই ধসের আশঙ্কা রয়েছে উত্তরবঙ্গে। এর সঙ্গে ভূমিকম্প হওয়ায় সেই আশঙ্কা বাড়তে পারে।জানা গিয়েছে, শুক্রবার রাত ১২টা নাগাদ পরপর দু’বার ভূমিকম্প অনুভূত হয় উত্তরবঙ্গের বহু জায়গায়। উত্তরবঙ্গবাসীদের অনেকেই সংবাদমাধ্যমকে জানান, ভূমিকম্প যে হচ্ছে তা বোঝার আগেই কম্পন থেমে যায়। তবে আচমকা এই কম্পনে আতঙ্কিত হয়ে পড়েন অনেকে। অনেকেই বৃষ্টির মধ্যেই বাড়ির বাইরে বেরিয়ে আসেন। তবে কম্পন ক্ষণস্থায়ী হওয়ায় ফের বাড়িতে ফেরেন সবাই।জানা গিয়েছে, ভূমিকম্পের উৎসস্থল ভুটানের রাজধানী থিম্পু থেকে ৬৩ কিলোমিটার দক্ষিণ-পূর্বে। প্রসঙ্গত, উত্তরবঙ্গে নাগাড়ে বৃষ্টি অব্যাহত রয়েছে। শুক্রবার অবশ্য বৃষ্টির পরিমাণ কিছুটা কম ছিল। তবে অনবরত বৃষ্টিতে উত্তরবঙ্গে নদীস্তর বৃদ্ধির আশঙ্কা দেখা দিয়েছে। পাশাপাশি ধসের আশঙ্কাও করা হচ্ছে। এরই মাঝে আচমকা ভূমিকম্প চিন্তা বাড়িয়েছে উত্তরবঙ্গবাসীর।