টাইমস বাংলা ডেস্ক -রবিবার বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমসের তৃতীয় দিনের উত্তাপ বাড়াচ্ছে ক্রিকেট। ২২ গজে ভারত-পাক মহারণ। এই ম্যাচকে ঘিরে উন্মাদনা তুঙ্গে। প্রথম ম্যাচ অস্ট্রেলিয়ার কাছে হেরেছিল ভারত। লড়াইয়ে টিকতে আজ পাকিস্তানকে হারাতেই হবে।এ দিকে দ্বিতীয় দিন ভারোত্তোলন থেকে দেশকে চারটি পদক এনে দিয়েছেন ভারতীয় অ্যাথলিটরা। মহিলাদের ভারোত্তোলনে সোনা জিতেছেন মীরাবাই চানু। পুরুষদের ভারোত্তোলনে রুপো ও ব্রোঞ্জ পেয়েছেন যথাক্রমে সঙ্কেত মহাদেব সরগর ও গুরুরাজা পূজারি। এবং দিনের শেষে রুপো জেতেন বিন্দিয়ারানি দেবী। এ দিনও ভারোত্তলন থেকে তিনটি পদকের আশা করছে ভারত।